For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুইটারের উপর ডিজিটাল হামলায় প্রভাবিত কতজন ভারতীয়র অ্যাকাউন্ট? মার্কিন সংস্থাকে প্রশ্ন কেন্দ্রের

Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই ডিজিটাল সন্ত্রাসবাদের ধাক্কায় জেরবার বিশ্ব। হ্যাকড অ্যাকাউন্টের তালিকায় রয়েছে জো বাইডেন, বারাক ওবামা, উবার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, বিটকয়েন বিশেষজ্ঞ প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই হামলার সময় ভারতীয় টুইটার অ্যাকাউন্টধারীদের কতটা প্রভাবিত হয়েছিল? তা জানতে চেয়ে এবার টুইটারকে প্রশ্ন করল কেন্দ্র।

কীভাবে হামলা হল টুইটারে

কীভাবে হামলা হল টুইটারে

টুইটারের উপর এই হামলায় কীভাবে ও কী কারণে এই ভেরিফাইড অ্যাকাউন্টগুলি হ্যাক করা হল? করোনার মাঝে যখন সারা বিশ্ব আর্থিক মন্দায় ভুগছে তখন সহজে টাকা উপার্জনের ফাঁদে ফেলেই এই হ্যাক করা হয়। টুইটার জানায়, সাইবার অ্যাটাকটি প্রথমে এমন টুইটার কর্মচারীদের উপর হয়েছে যাঁদের কাছে এই তথ্যগুলি রয়েছে। সেখান থেকে তথ্য সংগ্রহ করে পর এই অ্যাকাউন্টগুলি হ্যাক করা হয়।

ভুয়ো দাবি জানিয়ে হ্যাক্ড বার্তা

ভুয়ো দাবি জানিয়ে হ্যাক্ড বার্তা

বুধবার বড় বড় ব্যক্তি ও প্রতিষ্ঠানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে সাইবার স্ক্যামাররা। তারা এসব অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিপটোকারেন্সি বিটকয়েন নেওয়ার জন্য মানুষকে প্রলুব্ধ করতে শুরু করে। একটি বিশেষ অ্যাকাউন্টে হাজাল ডলার পাঠালে বিনিময়ে ২০০০ ডলার পাওয়া যাবে বলে টুইট করা হয় এই সকল হ্যাকড অ্যাকাউন্টগুলির থেকে।

টুইটারে ভুয়োবার্তার ঝড়ে তোলপাড় বিশ্ব

টুইটারে ভুয়োবার্তার ঝড়ে তোলপাড় বিশ্ব

টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়ো বার্তা দিয়ে বলা হয়, ৩০ মিনিটের মধ্যে এক হাজার ডলার বিটকয়েনে পাঠালে দ্রুত এর দ্বিগুণ ফেরত পাওয়া যাবে। অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইট করা বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। টুইটারের নিরাপত্তা টিম জানায়, নিরাপত্তা ভাঙার বিষয়ে পর্যবেক্ষণ ও তদন্ত চলতে থাকায় পাসওয়ার্ড রিসেট বা টুইট করার বিষয়টি করা যাবে না।

এক ক্লিকে সর্বনাশ

এক ক্লিকে সর্বনাশ

এদিকে এরই মধ্যে ভুয়ো টুইটের সঙ্গে পাঠানো ঠিকানায় এক লাখ ১৬ হাজার ডলার পাঠিয়ে দিয়েছেন অনেকেই। এলন মাস্কের মতো টেসলার সিইওর অ্যাকাউন্ট থেকে করা টুইটে '৩০ মিনিটের অফারে পয়সা দ্বিগুণ' করার অফার দেওয়ার কারণে অনেকেই এতে ঝাঁপিয়ে পড়েন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

English summary
Indian Govt sens twitter notice to clarify on number of Indian accounts affected due to cyber attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X