For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মীরা এবার 'ওয়ার্ক ফ্রম হোম' পেতে চলেছেন! কীভাবে চলবে প্রক্রিয়া, উঠে আসছে তথ্য

  • |
Google Oneindia Bengali News

সরকারি কর্মীদের এবার থেকে 'ওয়ার্ক ফ্রম হোম' চালু করা নিয়ে ভাবনা চিন্তার পথে কেন্দ্র। এমনই তথ্য উঠে আসছে কেন্দ্রের তরফে। লকডাউনেই শুধু নয়, লকডাউনের পরও সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম থাকতে পারে বলে সূত্রের দাবি।

 সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম

সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম

এক সরকারি খসরার তথ্য অনুযায়ী, একজন সরকারি কর্মী বছরে ১৫ দিনের জন্য ওয়ার্ক ফ্রম হোম পেতে পারেন। ভারতে করোনার আবহে লকজাউনে এর আগে সরকারি কর্মীদের একাংশের ওয়ার্ক ফ্রম হোম এর ব্যবস্থা চালু হয়। লকডাউন উঠে যাওয়ার পরও তা চালু থাকবে বলে মনে করা হচ্ছে।

 কীভাবে হবে প্রক্রিয়া?

কীভাবে হবে প্রক্রিয়া?

ওয়ার্ক ফ্রম হোম প্রক্রিয়া চালু করার জন্য প্রয়োজনীয় ল্যাপটপ কর্মীদের ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে পর্যায়ক্রমে। সেক্ষেক্রে সমস্ত ফাইল ই অফিসের মাধ্যমে চালু করার কথা বলা হয়েছে। এমন প্রক্রিয়ায় ভিডিও কন্ফারেন্স চালু করে বিভিন্ন সমস্যার সমাধানও আলোচিত হতে পারে বলে খবর।

সরকারি নথির নিরাপত্তা

সরকারি নথির নিরাপত্তা

সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম-এর বন্দোবস্ত করলে সরকারি নথির সঠিক নিরাপত্তা বজায় রাখা কঠিন হতে পারে । সেক্ষেত্রেও বেশ কিছু বন্দোবস্তের ভাবনা চিন্তা করেছে সরকার।

 ভিপিএন সংযোগ

ভিপিএন সংযোগ

সরকারি নথি ও ফাইলের নিরাপত্তা বজায় রেখে ই অফিসের মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করার পদ্ধতি অনুসরণ করতে পারে সরকার। সেক্ষেত্রে নির্দিষ্ট ভিপিএন দিয়ে সংযোগ করে ইলেকট্রনিক ফাইলগুলি রাখা যেতে পারে। ডেপুটি সেক্রেটারি পর্যায়ে এমন বন্দোবস্তের কথা ভাবছে সরকার।

<strong>'স্পেশ্যাল ট্রেন' -এ যাত্রা করছেন! করোনা নিয়ে কোন রাজ্যে কী নিয়ম রয়েছে দেখে নিন </strong>'স্পেশ্যাল ট্রেন' -এ যাত্রা করছেন! করোনা নিয়ে কোন রাজ্যে কী নিয়ম রয়েছে দেখে নিন

English summary
Indian Governement employees may get 15 days work from home in a year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X