For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের উপর দ্বিতীয় ডিজিটাল স্ট্রাইক ভারতের, নিষিদ্ধ আরও ৪৭টি অ্যাপ! দিল্লির চালে কুপোকাত বেজিং

Google Oneindia Bengali News

ভারত-চিন সীমান্তে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আর তারই মাঝে চিনের উপর দ্বিতীয় ডিজিটাল স্ট্রাইক ভারতের। এর আগে টিকটক, হেলো অ্যাপ ও ইউসি ব্রাউজার-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। এবার সেই তালিকায় যোগ হল চিনের আরও ৪৭টি অ্যাপ! জানা গিয়েছে আগে নিষিদ্ধ হওয়া ৫৯টি অ্যাপের ক্লোন হিসাবে কাজ করছিল এই ৪৭টি অ্যাপ।

কী বলা হয় কেন্দ্রের তরফে

কী বলা হয় কেন্দ্রের তরফে

সরকারের তরফে জানানো হয়, শুধু মোবাইল নয়, ইন্টারনেট সংযোগ রয়েছে এমন কোনও গ্যাজেটেই এই অ্যাপগুলি আর ব্যবহার করা যাবে না৷ ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক এই অ্যাপগুলি৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে৷

অ্যাপ নিষিদ্ধ করে ফের ধাক্কা চিনকে

অ্যাপ নিষিদ্ধ করে ফের ধাক্কা চিনকে

সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারার অধীনে নিজের ক্ষমতা প্রয়োগ করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক ৷ কারণ এই ৪৭টি অ্যাপের মাধ্যমে গ্রাহকদের জরুরি তথ্য প্রকাশ্যে চলে আসছে ৷ আর সেই তথ্যগুলিকে এমন কিছু কাজে ব্যবহার করা হচ্ছে, যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক ৷ এর আগে ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার সময়েও একই কথা বলেছিল কেন্দ্র।

অ্যাপগুলির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা রক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ

অ্যাপগুলির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা রক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ

এই চিনা অ্যাপগুলির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা বিষয় নিয়ে ইতিমধ্যে অনেক নাগরিক উদ্বেগ প্রকাশ করেছেন বলেও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। দ্য কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমও নাগরিকদের থেকে তথ্য সুরক্ষা ও গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক অভিযোগ পেয়েছে৷

লাদাখে উত্তেজনার মাঝেই চিনকে অপদস্থ ভারতের

লাদাখে উত্তেজনার মাঝেই চিনকে অপদস্থ ভারতের

জুনের শুরু থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতির অবনতি হচ্ছিল৷ ভারত-চিন সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনাকর্মী৷ তারপরই আলোচনা চলতে থাকে দুই দেশের মধ্যে৷ ভারতীয়রা চিনা পণ্য বয়কটের দাবি জানাতে থাকে৷ চিনের সঙ্গে বিভিন্ন চুক্তিও বাতিল করে ভারত সরকার৷ এরপর টিকটক, উইচ্যাটের মতো ৫৯টি চিনা অ্যাপ দেশে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র৷ আর এবার সেই তালিকায় যোগ হল আরও ৪৭টি চিনা অ্যআপের নাম।

'ভূমি পূজোয় রঞ্জন গগৈ আমন্ত্রণ না পেলে বড় অবিচার হবে’, রাম মন্দির ইস্যুতে খোঁচা অধীরের 'ভূমি পূজোয় রঞ্জন গগৈ আমন্ত্রণ না পেলে বড় অবিচার হবে’, রাম মন্দির ইস্যুতে খোঁচা অধীরের

English summary
Indian Gov bans another 47 Chinese apps in country as second digital strike amid Ladakh Tension
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X