For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বড়সড় জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আইএমএফের

বড়সড় জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আইএমএফের

  • |
Google Oneindia Bengali News

ফের করোনা হানায় কাবু গোটা দেশ। কিন্ত তারপরেও ভারতীয় অর্থনীতি বিশেষ ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছে অর্থ মন্ত্রকের রিপোর্ট। এমনকী জিডিপি প্রবৃদ্ধির হারও আগের মতোই সচল থাকবে বলেও জানানো হয়েছে। এদিকে ইতিমধ্যেই ফিচের পূর্বাভাস অনুযায়ী আগামী ১লা এপ্রিল থেকে শুরু হতে চলা নতুন অর্থবর্ষে ভারতে প্রায় ১২.৮ শতাংশ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি হতে পারে। এবার সেই একই সুর শোনা গেল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের গলায়।

করোনা ভয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বড়সড় জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আইএমএফের

করোনা-লকডাউনের ফলে যে আর্থিক মন্দার দেখা দিয়েছিল, তার প্রভাব ধীরে ধীরে কমবে বলে মনছে আইএমএফ। এমনকী আন্তর্জাতিক বাজারের তুলনায় ভারতের অর্থনীতির বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি হবে বলেও জানাচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। ২০২১ সালে আন্তর্জাতিক অর্থনীতির বৃদ্ধির হার ৬ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে। সেখানে শুধুমাত্র ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার ১২.৫% হতে পারে বলে জানাচ্ছে আইএমএফ।

অন্যদিকে আগামী ২০২২ সালে বৃদ্ধির হার আন্তর্জাতিক ক্ষেত্রে আরও কমবে বলে মনে করা হচ্ছে। ২০২২ সালে বৃদ্ধির হার হবে ৪.৪ শতাংশ, এমনটাই বলছে আইএমএপ রিপোর্ট। এদিকে এৎআগে ফিচের পূর্বের পূর্বাভাসে মোট ১১ শতাংশ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সর্বশেষ গ্লোবাল ইকোনমিক আউটলুকে বা জিইও-তে তা ১২.৮ শতাংশে উন্নীত করা হয়েছে। আর তাতেই নতুন করে চড়ছে আশার পারদ।

দাঁড়িপাল্লা ঝুঁকে মস্কোর দিকে? মার্কিন চোখরাঙানির মাঝেই আরও দৃঢ় ভারত-রাশিয়া বন্ধুত্বদাঁড়িপাল্লা ঝুঁকে মস্কোর দিকে? মার্কিন চোখরাঙানির মাঝেই আরও দৃঢ় ভারত-রাশিয়া বন্ধুত্ব

English summary
indian economy revolves around recession imf forecasts big gdp growth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X