For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একবারে ২০টি দাঁত তোলার চেষ্টা চিকিৎসকের, মৃত্যু রোগীর

Google Oneindia Bengali News

একবারে ২০টি দাঁত তোলার চেষ্টা চিকিৎসকের, মৃত্যু রোগীর
নিউ ইয়র্ক, ২৪ মে : ভারতীয় এক দন্তচিকিৎসকের ডাক্তারি লাইসেন্স প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র। ৬৪ বছরের এক মার্কিন মহিলার ২০ টি দাঁত একসঙ্গে তোলার চেষ্টা করেন ভারতীয় চিকিৎসক। আর তার ফলে মৃত্যু হয় ওই মহিলার। এর পরেই ওই ভারতীয় মহিলা দন্তচিকিৎসকের ডাক্তারি লাইসেন্স বাতিল করল মার্কিন দেশ।

১৭ ফেব্রুয়ারি, জুডিথ গ্যানের দাঁত তুলছিলেন ডাঃ রেশমি প্যাটেল। সেই সময় আচমকাই জ্ঞান হারান গ্য়ান। নিউ ইয়র্খ ডেলি নিউজে প্রকাশিত খবর অনুযায়ী, গ্যানের দাঁত তোলার পর মুখের মধ্যে নতুন দাঁত প্রতিস্থাপন করার কথা ছিল ওই চিকিৎসকের।

ডাঃ প্যাটেলের সহকারী জানিয়েছেন, তিনি চিকিৎসককে অনুরোধ করেছিলেন, জরুরি পরিষেবা না পাওয়া পর্যন্ত যাতে পদ্ধতি বন্ধ রাখা যায়। কিন্তু তার কথা শোনেননি চিকিৎসক। রোগীর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। কিন্তু সেদিকে নজর না নিয়ে দাঁত প্রতিস্থাপনের পুরো পদ্ধতি শেষ করতে চাইছিলেন। কিন্তু রোগী ক্রমশ নেতিয়ে পড়ছেন দেখে ওই সহকারীই ৯১১ এ খবর দেয়। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরী হয়ে গিয়েছিল। রাজ্যের জনস্বাস্থ্য দফতরের রিপোর্টে এমনটাই বলা হয়েছে।

ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, দাঁত প্রতিস্থাপন পদ্ধতি চালানোর সময় চিকিৎসক রোগীর অক্সিজেনের অসম্পৃক্ততা, শ্বাসযন্ত্রের সমস্যা বা হৃদযন্ত্রের সমস্যাগুলিতে এড়িয়ে গিয়েছিলেন, এবং রোগীর বিষয়ে যত্নবান ছিলেন না। যে পদ্ধতির জন্য গ্যান চিকিৎসকের কাছে এসেছিলেন তাতে মারা যাওয়ার সম্ভাবনা সেভাবে ছিলই না। কিন্তু চিকিৎসকের গাফিলতের কারণেই মৃত্যু হয়েছে গ্যানের।

এনফিল্ড এবং টরিঙ্গটনে দুটি ক্লিনিক চালান পটেল। রাজ্য স্বাস্থ্য এক আধিকারিক জানিয়েছেন এই প্রথমবার নয় এর আগেও একজনকে অভিযুক্ত চিকিৎসকের কারণে হাসবাতালে ৬ দিন ভর্তি থাকতে হয়েছিল। এই কারণেই আদালত ডাঃ প্যাটেলকে তাঁর রোগীদের থেক দূরে থাকার নির্দেশ দিয়েছেন।

English summary
Indian Dentist in US tries to Extract 20 Teeth At Once, Patient Dies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X