For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেগাসাস নির্মাতা এনএসওর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রকের কোনও লেনদেন হয়নি, কেন্দ্র দিয়ে রাখল সাফ বার্তা

পেগাসাস নির্মাতা এনএসও নিয়ে প্রতিরক্ষামন্ত্রকের কোনও লেনদেন হয়নি, কেন্দ্র দিয়ে রাখল সাফ বার্তা

  • |
Google Oneindia Bengali News

পেগাসাস ইস্যুতে কার্যত গত কয়েকদিনে একের পর এক বক্তব্যে রীতিমতো পারদ চড়িয়েছে ভারতীয় রাজনীতি। বাদল অধিবেশনের শুরুর আগের রাত থেকেই পেগাসাস স্পাইওয়্যার নিয়ে তুমুল ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। এরপর সংসদের অধিবেশন শুরু হতেই তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। এদিকে, বিষয়টি নিয়ে বিরোধীদের তোলা বক্তব্যের উত্তর সংসদে দিতে গিয়ে ক্ষোবের মুখে পড়েন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরপর বিরোধীরা এই ইস্যুতে যেমন সরব হয়েছেন, তেমনই এই ইস্যু পৌঁছয় সুপ্রিম কোর্টেও। এরপর কেন্দ্র এদিন পেগাসাস ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করল।

কেন্দ্র কী জানিয়েছে?

কেন্দ্র কী জানিয়েছে?

পেগাসাস স্পাইওয়্য়ার ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীরা একাধিক অভিযোগ এনেছে। এদিকে, কেন্দ্রের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে যে পেগাসাস যারা তৈরি করে, সেই সংস্থা এনএসওর সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের কোনও লেনদেন হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট একথা জানিয়েছেন। রাজনাথ সিংয়ের মন্ত্রকের এই মন্ত্রী এদিন রাজ্যসভায় একথা জানান। সংসদে ডক্টর ভি শিবদাসনের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

পেগাসাস ইস্যুতে সুপ্রিম কোর্টে তুমুল তোলপাড়

পেগাসাস ইস্যুতে সুপ্রিম কোর্টে তুমুল তোলপাড়

উল্লেখ্য, বিদেশী মিডিয়া হাউসের মধ্যে কয়েকটি হাউসের সংগঠিত কনসর্টিয়ামের অভযোগ ভারতের তরফে পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে এদেশের বহু সাংবাদিক থেকে রাজনীতিবিদদের ফোনে আড়ি পাতা হয়েছে। এদিকে, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অনেকেই। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়ে আইনজীবী হিসাবে কংগ্রেস নেতা কপিল সিবাল দাবি করেন, ,' পেগাসাস যে অনুপ্রবেশ করে তা সকলের জানা, প্রশ্ন হল পেগাসাস কি ভারতে অনুপ্রবেশ করেছে?

এনএসও ও পেগাসাস

এনএসও ও পেগাসাস

মূলত, ইজরায়েলের সংস্থা পেগাসাস। মূলত, পেগাসাস সাধারণ নাগরিক থেকে সাংবাদিক ও মন্ত্রী, সাংসদ ও বহু সমাজকর্মীর ওপর প্রয়োগ হয়েছে বিশ্ব জুড়ে বলে অভিযোগ। এই অভিযোগ ১৭ টি মিডিয়া হাউসের কনসর্টিয়াম তুলে ধরেছে। এই অভিযোগের তালিকায় কাঠগড়ায় রাখা হয়েছে ভারতকেও। মূলত, এই স্পাইওয়্যার যেহেতু কেবলমাত্র সরকারকেই বিক্রি করা যায়, তাই এই স্পাইওয়্যার নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তোলা হয়েছে। সেই জায়গা থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র।

সুপ্রিম কোর্টের প্রশ্ন

সুপ্রিম কোর্টের প্রশ্ন

কেন এখনও পেগাসাস ইস্যুতে কেউ আইটি অ্যাক্ট বা টেলিগ্রাফ অ্যাক্টের আওতায় মামলা দায়ের করছেন না? এই প্রশ্ন তুলে এর আগেই পেগাসাস ইস্যুতে কার্যত সরকার বিরোধীদের দিকে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। পেগাসাস ইস্যুতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এনভি রামানা প্রশ্ন তোলেন যে, কেন এখনও ফৌজদারী মামলা দায়ের হয়নি এখনও পর্যন্ত? প্রসঙ্গত, পেগাসাস ইস্যুতে সিনিয়র জার্নালিস্ট অ্যান্ড এডিটর্স গিল্ডে অফ ইন্ডিয়ার একাধিক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Indian Defence ministry didnt have any transaction with NSO that makes Pegusus says govt .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X