For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে ভারতীয় দলের উপর হামলার আশঙ্কা, বাংলাদেশর ম্যাচের আগে বাড়ানো হচ্ছে নিরাপত্তা

নভেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতে হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচ। ৩ নভেম্বর অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী বাংলাদেশ দলের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রোহিতরা।

  • |
Google Oneindia Bengali News

নভেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতে হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচ। ৩ নভেম্বর অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী বাংলাদেশ দলের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রোহিতরা। আর সেই ম্যাচের আগে দিল্লিতে ভারতীয় দলের উপর হামলার আশঙ্কা। বাড়ানো হতে চলেছে দলের নিরাপত্তা।

দিল্লিতে ভারতীয় দলের উপর হামলার আশঙ্কা, বাংলাদেশর ম্যাচের আগে বাড়ানো হচ্ছে নিরাপত্তা

দিওয়ালির আলোর উৎসবের পরে দেশের রাজধানীতে ক্রিকেট উৎসব ঘিরে এমনিতেই উত্তেজনার পারদ উর্ধ্বমুখী। এর মাঝে জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দলের উপর হামলার আশঙ্কা রয়েছে। এই বিষয়ে এনআইএ-র কাছে একটি উড়ো চিঠি এসেছে।

সেই চিঠিতে দিল্লিতে অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা রাজনীতিবিদ ও ভারতীয় দলের কিছু তারকা ক্রিকেটারকে টার্গেট করা হয়েছে বলে জানানো হয়েছে। এরপরই দিল্লি পুলিশকে ভারতীয় দলের নিরাপত্তা দ্বিগুণ করার জন্য জানানো হয়েছে। ভারত-বাংলাদেশের সিরিজে দিল্লিতে দুই দলেরই নিরাপত্তা আঁটোসাঁটো রাখা হতে চলেছে। আসন্ন রবিবার প্রথম টি-টোয়েন্টি। তার আগে বুধবার দুই দল দিল্লি পৌঁছে যেতে চলেছে।

সিরিজের প্রথম ম্যাচের আগে ভারতীয় দলের উপর হামলার আশঙ্কা জানিয়ে এই চিঠি জাতীয় তদন্তকারী সংস্থাকে চিন্তায় রেখেছে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড ও দিল্লি পুলিশকে উড়ো চিঠির প্রতিলিপি পাঠিয়ে সাবধান করেছে এনআইএ। দুই দল দিল্লির মাটি ছুঁলেই তাঁদের নিরাপত্তার চারদে মুড়ে ফেলার পরিকল্পনা তৈরি দিল্লি পুলিশের।

প্রসঙ্গত এনআইএ-র পাঠানো তালিকায় জানানো হয়েছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নিমালা সীতারামাইয়া, প্রবীণ রাজনীতিবিদ লালকৃষ্ণ আডবাণী, জেপি নাড্ডা ও মোহন ভগবত জঙ্গিদের নিশানায় রয়েছেন।

সফরকারী বাংলাদেশ দলের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে এরপর ১৪ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ২২ নভেম্বর ইডেনে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে সেই টেস্টে দিন রাতের ম্যাচ আয়োজনের জন্য চেষ্টায় বিসিসিআই।

 ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মীর পরিদর্শনের প্রতিবাদে সরব মুফতি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মীর পরিদর্শনের প্রতিবাদে সরব মুফতি

English summary
Indian cricket team is under threat ahead of the 1st T20I against Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X