For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের সংবিধান ভারতীয় সেনাকে সামনের পথ দেখাবে, জানালেন সেনাপ্রধান নারভানে

Google Oneindia Bengali News

সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নেওয়া পর শনিবার প্রথমাবার সাংবাদিক সম্মেলন করেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। সেখানে তিনি আজ বলেন, 'সেনাবাহিনী হিসাবে আমরা সবসময় ভারতের সংবিধান মেনে চলি। সংবিধানের দ্বারাই সেনার কর্মকাণ্ড চালিত হয়।' সেনাপ্রধান আরও বলেন, 'ভবিষ্যতের জন্যে আমাদের তৈরি থাকতে হবে। আমাদের তার জন্যে অনুশীলনে লিপ্ত থাকতে হবে। আমাদের অনুশীলনের উপর আরও জোর দিতে হবে।'

'ভারতীয় সেনা হিসাবে আমরা দেশের সংবিধানের প্রতি অনুগত'

সেনাপ্রধান বলেন, 'ভারতীয় সেনা হিসাবে আমরা দেশের সংবিধানের প্রতি নিজেদের অনুগত্য জানাই। সংবিধানের অন্তর্ভুক্ত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্ববোধের নীতি আমাদের এগিয়ে নিয়ে যাবে এবং পথ দেখাবে।'

কাশ্মীরে সেনাকর্মীদের বিরুদ্ধে অভইযোগ নিয়ে বললেন সেনাপ্রধান

কাশ্মীরে সেনাকর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে সেনা প্রধান বলেন, 'দেখুন, সেই পরিস্থিতিতে থাকা সেনাকর্মী এবং অফিসারদের সিদ্ধান্তকে আমাদের শ্রদ্ধা ও সমর্থন জানাতে হবে। সেনাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলির তদন্ত হবে। সেগুলির নিস্পত্তি হবে। তবে এখনও পর্যন্ত যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।'

'চিফ অফ ডিফেন্স স্টাফ-এর পদটি খুবই গুরুত্বপূর্ণ'

পাশাপাশি আজ নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ পদ নিয়েও মুখ খোলেন সেনাপ্রধান। তিনি বলেন, 'চিফ অফ ডিফেন্স স্টাফ-এর পদটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের প্রতিরক্ষা বাহিনীগুলিকে একসঙ্গে কাজ করতে সাহায্য করবে। এবং ভারতকে সাফল্য এনে দেবে।'

নতুন সিডিএস-এর অধীনে নিযুক্তি

নতুন সিডিএস-এর অধীনে নিযুক্তি

শুক্রবারই খবর পাওয়া যায় যে নবনিযুক্ত সিডিএস বিপিন রাওয়াতের অধীনে সামরিক বিভাগে দুজন যুগ্ম সচিব থাকবেন। পাশাপাশি ১৩জন ডেপুটি সেক্রেটারি, ২২জন আন্ডার সেক্রেটারি নিযুক্ত হবেন। গতবছরের ৩১ ডিসেম্বর সেনা প্রধান হিসাবে নিজের কার্যকাল শেষ করে সিডিএস পদে দায়িত্বভার বুঝে নেন জেনারেল বিপিন রাওয়াত।

সেনা অফিসারের ঘাটতি নিয়ে বললেন জেনারেল নারভানে

এদিকে সেনাতে অফিসারদের ঘাটতির বিষয়ে বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, 'হ্যা আমি জানি যে সেনাতে অফিসারদের ঘাটতি রয়েছে এই মুহূর্তে। তবে এটা এই কারণে নয় যে আবেদনকারীর সংখ্যা কম। বরং আমাদের স্ট্যান্ডার্ড নিচে না নামানোর কারণে এটি হচ্ছে। এই সমস্যার দ্রুত নিস্পত্তি হবে।'

English summary
indian constitution will guide us said army chief mm narvane
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X