For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে চৈনিক আস্ফালন! উত্তেজনা চড়িয়ে ভারতীয় সেনার মুখোমুখি চিন

লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণার প্রস্তাব ৫ অগাস্ট সংসদে রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে প্রস্তাবে সম্মন হয় ভারতীয় সংসদ।

  • |
Google Oneindia Bengali News

লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণার প্রস্তাব ৫ অগাস্ট সংসদে রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে প্রস্তাবে সম্মন হয় ভারতীয় সংসদ। আর ঠিক তার এক মাস কাটতে না কাটতেই এবার সেই লাদাখে এবার চৈনিক আস্ফালন লক্ষ্য করা গেল। ডোকলাম পর্বের পর ফের ভারতীয় সেনার মুখোমুখি হয়ে চিন আরও একবার উত্তেজনার পারদ চড়িয়েছে ।

 লাদাখে কী ঘটেছে?

লাদাখে কী ঘটেছে?


ঘটনা লাদাখের প্যাংগং লেক-এর কাছে। সেখানে চিনের সেনার সঙ্গে ভারতীয় সেনার সম্মুখ সমরের পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে। মুখ্যত, প্যাংগং লেকের দুই তৃতীয়ংশ রয়েছে চিনের দখলে। আর সেই লেক এলাকা ঘিরেই ভারত- চিন সেনা মুখোমুখি হয়।

 ঠিক কী ঘটেছে প্যাংগং লেক বরাবর?

ঠিক কী ঘটেছে প্যাংগং লেক বরাবর?

সূত্রের দাবি, লাদাখের প্যাংগং লেকের ভারতীয় সেনা রোজের রুটিন অনুযায়ী নজরদারি চালাচ্ছিল। এমন সময় চিনের পিপলস লিবারেশন আর্মির তরফে তাতে বাধা আসে। তাদের দাবি, এলাকাটি চিনের। এই প্রেক্ষাপটে দুই সেনার মধ্যে শুরু হয়ে যায় উত্তেজনা।

কিভাবে উত্তেজনা প্রশমন হয়?

কিভাবে উত্তেজনা প্রশমন হয়?

এরপর দুই দেশের সীমান্তবর্তী সেনা অফিসারদের বৈঠকের পর বিষয়টির মীমাংসা হয়। সেখানে বলা হয়েছে, এনেক সময়েই 'লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল' নিয়ে দ্বিধা থেকে যায় সেনা কর্মীদের মধ্যে। টহল দেহওয়ার সময়ে বহুক্ষেত্রেই তা মাথায় রাখতে পারেন না অনেকে। সেই থেকেই এই ধরনের সেনা-সম্মুখ সমরের পরিস্থিতি ঘিরে উত্তেজনা তৈরি হয়।

English summary
Tensions were, however, defused after delegation-level talks between the two sides.Tensions were, however, defused after delegation-level talks between the two sides.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X