For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩২৫টি ওষুধ নিষিদ্ধ! কোন সমস্যা সামনে, কী বলে সতর্ক করছেন কেমিস্টরা

আগামী দুই-তিন মাস বিভিন্ন ওষুধের জোগানে ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করছেন কেমিস্টরা।

  • |
Google Oneindia Bengali News

৩২৫টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। যার ফলে আগামী কয়েকমাস অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, অ্যান্টি ডায়বেটিকস ধরনের ফিক্সড ডোজ কম্বিনেশন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। স্যারিডন ওষুধও নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। তবে এদিন ফের তা নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

৩২৫টি ওষুধ নিষিদ্ধ! কোন সমস্যা সামনে

এর ফলে আগামী দুই-তিন মাস বিভিন্ন ওষুধের জোগানে ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করছেন কেমিস্টরা। যদিও চিকিৎসকেরা এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন।

সাধারণভাবে ব্যবহৃত জিফি এজেড, নর মেট্রোজিল, ন্যাসিভিয়ন ক্লাসিক অ্যাডাল্ট স্প্রে, চেস্টন কোল্ড টোটাল, অ্যাজিথ্রাল এ, নিসিপ কোল্ড অ্যান্ড ফ্লু, সুপ্রিমক্স প্লাস, রাইডল ওজেড, অ্যাসকোরিল ডি, ভিসকোডাইনের মতো তিনশোর বেশি ওষুধ নিষিদ্ধ তালিকায় ফেলা হয়েছে।

[আরও পড়ুন: শিশু হেনস্থা রুখতে চালু হল হেল্পলাইন, নতুন উদ্যোগ রাজ্য শিশু অধিকার কমিশনের][আরও পড়ুন: শিশু হেনস্থা রুখতে চালু হল হেল্পলাইন, নতুন উদ্যোগ রাজ্য শিশু অধিকার কমিশনের]

নিখিল ভারত কেমিস্টদের সংস্থায় ৮ লক্ষ নথিভুক্ত কেমিস্ট রয়েছে। এখন তাঁরা বাতিল ওষুধ হোলসেলারদের পাঠাচ্ছেন। তার বদলে ফার্মা কোম্পানির থেকে নতুন ওষুধ পাবেন। এই অদল-বদলে জোগানের সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন:শেয়ারবাজারে ফের পতন, অনেকটা নামল সেনসেক্স, পড়ল নিফটিও][আরও পড়ুন:শেয়ারবাজারে ফের পতন, অনেকটা নামল সেনসেক্স, পড়ল নিফটিও]

প্রসঙ্গত, ঘোষণার দিন তিনেকের মধ্যেই স্যারিডন সহ তিনটি ওষুধের উপর থেকে সুপ্রিম কোর্ট ব্যান তুলে নিয়েছে। একইসঙ্গে কেন্দ্রের এই বিষয়ে জবাবও চেয়েছে।

[আরও পড়ুন: হাজার হাজার ভোটারের বয়স ২০১৭ বছর! হইচই তেলাঙ্গানায়][আরও পড়ুন: হাজার হাজার ভোটারের বয়স ২০১৭ বছর! হইচই তেলাঙ্গানায়]

English summary
Indian chemists warn of huge drug shortage as 325 drug banned
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X