For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূত্র পেয়েও ২৬/১১ হামলা এড়াতে পারেনি ভারতীয়, ব্রিটিশ, মার্কিন আধিকারিকরা

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২২ ডিসেম্বর : লস্কর-ই-তৈবার কৌশলী প্রধান ও তাঁর অন্যান্য সহ ষড়যন্ত্রকারীরা ২০০৮ সালে মুম্বইয়ে হামলার ছক কষেছিল। যেখানে কমপক্ষে ১৬৬ ডনের মৃত্যু হয়েছিল। হয়তো ভারত, গ্রেট বিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা আটকাতে পারতে। যদিও তাঁদের কাছে আসা টুকরো টুকরো তথ্যগুলি জড়ো করে আসল ধাধার রহস্যভেদ করতে অসফল হয়েছে তারা।

রবিবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

সূত্র পেয়েও ২৬/১১ হামলা এড়াতে পারেনি ভারতীয়, ব্রিটিশ, মার্কিন আধিকারিকরা

জারার শাহ নামেরপ ৩০ বছরের এক কম্পিউটার বিশেষত্র মুম্বই হামলার পরিকল্পনার ব্লুপ্রিন্টটি তৈরি করেছিলেন সঙ্গীদের সঙ্গে মিলে। এমনকী সন্ত্রাসবাদীদের আসল নিশানাটি স্পষ্ট করে দিতে গুগল আর্থের সাহায্যও নিয়েছিল জারার। নিউ ইয়র্কস টাইমের রিপোর্ট অনুযায়ী, জারা একটি ইহুদি হোটেল ও দুটি বিলাসবহুল হোটেলের দিকেও নজর রেখেছিল।

জারার নিজেদের ঠিকানা গোপন রাখতে ইন্টারনেট ফোন ব্যবস্থা তৈরি করেছিল য়ার মাধ্যমে তাদের ঠিকার নিউ জার্সি দেখা যাচ্ছিল। কিন্তু খুব শীঘ্রই সে বুঝতে পারে ব্রিটিশরা তাঁর অনলাইন গতিবিধির উপর নজর রাখছে।

লস্করের এই ব্যক্তির গতিবিধির উপর ভারতীয় গোয়ন্দারাও নজর রাখছিল বলে বলা হয়েছে ওই প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত বা ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এবিষয়ে কার্যকলাপ সম্পর্কে কিছু জানত না মার্কিন আমেরিকা। কিন্তু অন্য সূত্র থেকে খবর পেয়ে ভারতীয় নিরাপত্তা আধিকারিকদের এবিষয়ে বেশ কয়েকমাস আগে হামলা সম্পর্কে সতর্ক করেছিল।

কিন্তু তা এড়ানো যায়নি।

তৎকালীন বিদেশসচিব শিবকুমার মেনন বলেন, কিন্তু কেউই তখন পুরো চিত্রটা একসঙ্গে আনতে পারেনি। মেনন পরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিলেন। তাঁর কথায় গোয়েন্দা সূত্র ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলার পরে তাদের তথ্যগুলি জানিয়েছিল।

English summary
Indian, British, US agencies & officials failed to stop 26/11 despite getting leads: NYT report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X