For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের মোকাবিলায় এবার এই হেলিকপ্টার কিনছে ভারত

ভারতীয় সেনাকে ৬টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনার ছাড়পত্র দিল প্রতিরক্ষামন্ত্রক। খরচ পড়বে ৪,১৬৮ কোটি টাকা। সূত্রের খবর, দেশের পশ্চিমাংশে পাকিস্তানের সীমান্তে নিরাপত্তায় এই হেলিকপ্টার মোতায়েন হবে

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সেনাকে ৬টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনার ছাড়পত্র দিল প্রতিরক্ষামন্ত্রক। খরচ পড়বে ৪,১৬৮ কোটি টাকা। প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে হওয়া ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, দেশের পশ্চিমাংশে পাকিস্তানের সীমান্তে নিরাপত্তায় এই হেলিকপ্টার মোতায়েন করা হবে।

পাকিস্তানের মোকাবিলায় এবার এই হেলিকপ্টার কিনছে ভারত

এইবারই প্রথম ভারতীয় সেনা অ্যাটাক হেলিকপ্টার পেতে চলেছে। তবে তা সেনাবাহিনীর হাতে আসতে ২০২১ সাল হয়ে যাবে। সূত্রের খবর, একইসঙ্গে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল নৌবাহিনীর জন্য ৪৯০ কোটি টাকা ব্য়ায়ে দুই গ্যাস টার্বাইন ইঞ্জিন কেনার ছাড়পত্র দিয়েছে।

পাকিস্তানের মোকাবিলায় এবার এই হেলিকপ্টার কিনছে ভারত

বোয়িং এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টারের চারটি ব্লেড রয়েছে। দুজন বসতে পারেন। যুদ্ধক্ষেত্রে অনেকক্ষণ টিকে থাকতে পারে। ‌হেলিকপ্টারটিতে ৩০ মিমি এম ২৩০ চেন গান রয়েছে। যেকোনও আবহাওয়াতেই কপ্টারটি উড়তে পারে। এমনকি রাতেও অভি‌যান চালাতে সক্ষম।

বোয়িং-এর দাবি অনুযায়ী, এএইচ ৬৪ অ্যাপাচে যুদ্ধ ক্ষেত্রে বিশ্বের সব থেকে আধুনিক হেলিকপ্টার। মার্কিন সেনা এই হেলিকপ্টার ব্যবহার করে থাকে।

English summary
Indian army will get attack helicopters, boeing apaches
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X