For Quick Alerts
For Daily Alerts
নয়া চাল ভারতের, সীমান্তে গোলবর্ষণ করতে গেলে এবার দশবার ভাববে পাকিস্তানকে
বারবার অভিযোগ করার পরও সীমান্ত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়ে চলেছে পাকিস্তান। আর তা ঠেকাতেই নতুন রাস্তা আপন করতে চলেছে ভারত। কাশ্মীর সীমান্তে অন্তত একশোটি বাঙ্কার তৈরি করতে চলেছে ভারতীয় সেনা।

এই বাঙ্কারেই প্রয়োজনে সীমান্ত এলাকার মানুষ বাস করতে পারবে। দরকারের সময় অন্য জায়গায় তাঁদের যেতে হবে না। উপত্যকার উপমুখ্যমন্ত্রী নির্মল সিং জানিয়েছেন, এলাকাবাসীকে রক্ষা করতে সরকার সবরকম সাহায্য করবে। এখানে আমজনতা আপদে-বিপদে আশ্রয় নিতে পারবে।
সীমান্ত সংলগ্ন এলাকায় বারবার পাকিস্তানি গোলাবর্ষণে বহু পরিবারকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। অনেকের বাড়ি মর্টারের আঘাতে নষ্ট হয়ে গিয়েছে। অনেকে প্রাণ হারিয়েছেন। এর থেকে সীমান্ত এলাকার মানুষকে বাঁচাতে তৎপর হয়েছে ভারতীয় সেনাও। আর তা দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামবাসীরাও।