For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে চিনকে শায়েস্তা করতে তৈরি বোফর্স! কামানের পরীক্ষায় ভারতীয় সেনাবাহিনী

Google Oneindia Bengali News

পূর্ব লাদাখের ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই বোফর্স কামানের পরীক্ষা ভারতীয় সেনাবাহিনীর৷ কয়েক দিনের মধ্যেই গর্জনের জন্য তৈরি হয়ে যাবে এই কামান জানালেন ভারতীয় সেনার ইঞ্জিনিয়ররা৷ ১৯৮০-তে বোফর্স কামানকে ভারতীয় সেনার আর্টিলারি রেজিমেন্টের অন্তর্ভুক্ত করা হয়৷ এর আগে কার্গিলের যুদ্ধে এই কামান ব্যবহার করা হয়েছিল৷ কম ও বেশি কোণে গোলাবর্ষণে সক্ষম এই বোফর্স কামান৷

বোফর্স কামানের সার্ভিসিং

বোফর্স কামানের সার্ভিসিং

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ররা এই ধরনের একটি বোফর্স কামানের সার্ভিসিং করতে করতে জানালেন, কয়েকদিনের মধ্যেই গর্জনের জন্য তৈরি হয়ে যাবে এই কামান৷ আধিকারিকরা জানাচ্ছেন এই কামানগুলিকে কর্মক্ষম রাখতে একটা নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিং করতে হয়৷ আর তারজন্য টেকশিয়ান রয়েছেন৷

কী জানালেন সেনা আধিকারিক

কী জানালেন সেনা আধিকারিক

লেফটেন্যান্ট কর্নেল প্রীতি কানওয়ার এই বিষয়ে বলেন, 'ফায়ারিং পিন থেকে ইঞ্জিন ট্যাঙ্ক অ্যাসেম্বল করতে প্রয়োজনীয় সব সরঞ্জাম টেকনিক্যাল গ্রুপ সরবরাহ করে থাকে৷ এর পিছনে রয়েছে মোবাইল স্পেস ভ্যান৷ এর মাধ্যমে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়৷'

কার্গিল যুদ্ধে পাকিস্তানের বাঙ্কার ধ্বংস করেছিল এই বোফর্স

কার্গিল যুদ্ধে পাকিস্তানের বাঙ্কার ধ্বংস করেছিল এই বোফর্স

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের বাঙ্কার ধ্বংস করেছিল এই বোফর্স আর্টিলারি গান৷ কার্গিলের উচ্চতায় পাকিস্তানকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই কামান৷ বোফোর্স ১২ সেকেন্ডে তিন রাউন্ড গোলা বর্ষণ করতে সক্ষম ছিল৷

চিনা সেনাকে ধ্বংস করতে কাজে লাগবে বোফর্স

চিনা সেনাকে ধ্বংস করতে কাজে লাগবে বোফর্স

কার্গিল যুদ্ধের সময় এই বোফর্স কামান ৯০ ডিগ্রি কোণে থাকা শত্রুপক্ষের পোস্টগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়েছিল৷ এই বিশেষ ক্ষমতার জন্য পাহাড়ের উঁচু জায়গায় দখল করে থাকা পাকিস্তানি সেনাদের নাকের ডগা দিয়ে এই কামান ব্যবহার করা হয়েছিল৷ লাদাখেও যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে এই বোফর্স তাই চিনা সেনাকে ধ্বংস করতে কাজে লাগবে বলে মত বিশেষজ্ঞদের।

<strong>LAC-তে চিনের ৫২ হাজার সেনাকে জবাব দিতে তৈরি ভারত! লাদাখ জুড়ে মোতায়েন আরও জওয়ান</strong>LAC-তে চিনের ৫২ হাজার সেনাকে জবাব দিতে তৈরি ভারত! লাদাখ জুড়ে মোতায়েন আরও জওয়ান

English summary
Indian Army tests Bofors artilleries guns in Ladakh amid increasing tension with Chinese PLA across LAC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X