For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন-পাক সেনাকে ঠেকাতে কতটা প্রস্তুত ভারত! লাদাখ-কাশ্মীরে 'সুরক্ষিত' রাখতে খরচ কত?

Google Oneindia Bengali News

গত একবছরে লাদাখে চিনা আগ্রাসন বেড়েছে অভূতপূর্ব ভাবে। এদিকে কাশঅমীরে পাকিস্তানি হামলা তো জারি রয়েছেই। পাকিস্তান এবং চিনের এই যৌথ আগ্রাসী মনোভাব ঠেকাতে কতটা প্রস্তুত ভারত? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই জানা গিয়েছে যে গতবছর ভআরত ১৮০০০ কোটি টাকার অস্ত্র ক্রয় করেছে। এর মধ্যে লাদাখের স্ট্যান্ড অফকে মাথায় রেখে আপৎকালীন পরিস্থিতিতে ৫০০০ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে ভারত।

আপৎকালীন পরিস্থিতিতে স্বাক্ষরিত ৩৮টি চুক্তি

আপৎকালীন পরিস্থিতিতে স্বাক্ষরিত ৩৮টি চুক্তি

এদিন ভারতীয় সেনা প্রধান জেনারেল এমএম নারভানে জানান, গত একবছরে ভারত ৩৮টি চুক্তির মাধ্যমে ৫০০০ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে ভারতীয় সেনা। লাদাখের পরিস্থিতিকে মাথায় রেখেই এই সরঞ্জাম কেনা হয়েছে বলে জানান সেনা প্রধান। এদিকে এদিন লাদাখ সীমান্ত নিয়ে চিনকে কড়া বার্তা দিলেন, সেনাপ্রধান জেনারেল এম এম নারভানে৷

সীমান্তে একতরফা পরিবর্তন করার চেষ্টা

সীমান্তে একতরফা পরিবর্তন করার চেষ্টা

তাঁর স্পষ্ট বক্তব্য়, ভারতের ধৈর্যের পরীক্ষা নেওয়ার ভুল যাতে কেউ না করে৷ সেনার শীর্ষস্তরে আলোচনা এবং কূটনৈতিকভাবে সীমান্ত সমস্য়ার সামাধান করা হোক৷ সেনা দিবসের প্য়ারেডে বক্তব্য় রাখতে গিয়ে একথা বলেন এমএম নারভানে৷ সেখানেই তিনি জানান, সীমান্তে একতরফা পরিবর্তন করার চেষ্টায় করা ষড়যন্ত্রকে ব্যর্থ করতে যথাযথ জবাব দেওয়া হয়েছিল৷ আর তার ফলেই গালওয়ান সেক্টরে ভারতীয় সেনাদের বলিদান দিতে হয়েছিল৷

কূটনৈতিকভাবে সমস্যার সমাধান

কূটনৈতিকভাবে সমস্যার সমাধান

এ নিয়েই বলতে গিয়েই, নারভানের স্পষ্ট বক্তব্য়, 'আমরা আলোচনা এবং কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে আগ্রহী৷ তবে, তাই বলে কেউ ভারতের ধৈর্যের পরীক্ষা নেবে, সেটা ভাবা ভুল৷' প্রসঙ্গত, গতবছর ১৫ জুন গালওয়ান সেক্টরে চিনের লিবারেশন আর্মির হামলায় ভারতের ২০ জন জওয়ানের মৃত্য়ু হয়৷ চিনের লালফৌজ জোর করে লাদাখ সীমান্ত দখলের চেষ্টা করায়, তাদের বাধা দেয় ভারতীয় সেনা৷

জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে পাকিস্তান

জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে পাকিস্তান

সেই ঘটনায় ভারতের পাশাপাশি চিনেরও বেশ কয়েকজন সেনা মারা যায়৷ চিন সেই তথ্য় সামনে না আনলেও, ভারতীয় সেনার তথ্য় অনুযায়ী, অন্তত প্রায় ৪০ জন চিনা সেনা ভারতীয় জওয়ানদের সঙ্গে লড়াইয়ে মারা গিয়েছিল৷ সেনা দিবসের ভাষণে পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ নিয়েও সরব হন সেনাপ্রধান৷ তিনি বলেন, 'ক্রমশ প্রতিবেশী দেশ পাকিস্তান, জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়ে চলেছে৷'

English summary
Indian Army spent Rs 18,000 crore amid standoff with China and Pakistan's Cease fire violation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X