For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অরুণাচল সীমান্তের কাছে পরিকাঠানো উন্নয়ন! PLA-র অবস্থান ব্যাখ্যা ভারতীয় সেনাবাহিনীর

চিনের (china) সেনাবাহিনী অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি (PLA) অরুণাচল প্রদেশের (arunachal pradesh) সীমান্ত জুড়ে পরিকাঠামো উন্নয়ন করছে। একইসঙ্গে তাদের ক্ষমতাও বাড়াচ্ছে সীমান্ত জুড়ে। এদিন এমনটাই জানিয়েছেন সেনাবাহিনীর (ar

  • |
Google Oneindia Bengali News

চিনের (china) সেনাবাহিনী অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি (PLA) অরুণাচল প্রদেশের (arunachal pradesh) সীমান্ত জুড়ে পরিকাঠামো উন্নয়ন করছে। একইসঙ্গে তাদের ক্ষমতাও বাড়াচ্ছে সীমান্ত জুড়ে। এদিন এমনটাই জানিয়েছেন সেনাবাহিনীর (army) পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা। তবে সীমান্তের যে কোনও পরিস্থিতির মোকাবিলায় ভারতও তৈরি বলে জানিয়েছেন তিনি।

অরুণাচল সীমান্তের কাছে পরিকাঠানো উন্নয়ন! PLA-র অবস্থান ব্যাখ্যা ভারতীয় সেনাবাহিনীর

অরুণাচল প্রদেশের সীমান্তে ভারতীয় সেনাও সেখানে তাদের পরিকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বাড়িয়ে চলেছে বলে জানিয়েছে ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন চিফ। তিনি বলেছেন তিব্বত অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিকাঠামো উন্নয়নের কাজ চলেছে। এই কাজের মধ্যে রয়েছে রাস্তা, রেল, বিমান সংযোগ উন্নত করা, যাতে পরিবর্তিত পরিস্থিতিতে বাহিনীতে খুব কম সময়ে একত্রিত করা যায়।
তিনি আরও জানিয়েছেন, চিন প্রকৃত নিয়ন্ত্রণ রাখার কাছাকাছি সীমান্তে গ্রাম তৈরি করছে, যাতে দুই উদ্দেশে তা ব্যবহার করা যায়। তবে ভারতীয় সেনাও পরিস্থিতির ওপরে নজর রাখছে বলে জানিয়েছেন তিনি। তিনি স্বীকার করে নিয়েছেন, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পারিপাশ্বিক অবস্থা, আবহাওয়া বড় চ্যালেঞ্জ। তবে ভারতীয় সেনা চিনের বিরুদ্ধে কার্যকরী প্রস্তুতি নিতে সম্পূর্ণ প্রস্তত বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত লাদাখ সীমান্তে স্থিতিশীল হওয়ার পর থেকেই চিন সক্রিয়তা শুরু করেছে অরুণাচল প্রদেশ সীমান্তে। সংবেদনশীল এলাকায় টহলদাবি জোরাদার করার পাশাপাশি এলাকায় টহলদাবি বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে চিন যেসব এলাকায় অতি সক্রিয়তা দেখিয়েছে, তা হল লুংরো লা, জিমিথাং এবং বুম লা। অন্যদিকে ভারতীয় সেনাও এলাকায় নজরদারির নেটওয়ার্ক বাড়িয়েছে।

চরম সংকটে শ্রীলঙ্কা! অনিশ্চিত অর্থনীতিতে ফুরিয়েছে পেট্রোল, বললেন প্রধানমন্ত্রী বিক্রমসিংঘেচরম সংকটে শ্রীলঙ্কা! অনিশ্চিত অর্থনীতিতে ফুরিয়েছে পেট্রোল, বললেন প্রধানমন্ত্রী বিক্রমসিংঘে

English summary
Indian army says, PLA is enhansing its capacities with infrastructural development across Arunachal Border.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X