For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভবিষ্যতের দিকে তাকিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেনা, জানালেন সেনাপ্রধান নারভানে

Google Oneindia Bengali News

ভারতী সেনার কাছে এখন ছোট ছোট লক্ষ্যগুলির মধ্যে রয়েছে দেশের ইনসারজেন্সিকে রোখা। তবে ভবিষ্যতে আমাদের প্রকৃতপক্ষে যুদ্ধে নামতে হবে বলে প্রস্তুত হচ্ছে সেনা। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরকমই কথা বললেন সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নারভানে।

'প্রয়োজনে পদক্ষেপ'

আজ সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে সেনাপ্রধান বিভিন্ন বিষয়ে তাঁর এবং সেনার মত প্রকাশ করেন। এরই মাঝে তিনি পাক অধিকৃত কাশ্মীর নিয়েও বলেন। পাক অধিকৃত কাশ্মীর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল নারভানে বলেন, 'আমাদের দেশের সংসদে ইতিমধ্যেই একটি প্রস্তাব পাশ করা রয়েছে যাতে বলা যে সমস্ত জম্মু ও কাশ্মীরই ভারতের অংশ। যদি এরপর সংসদ চায় যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে এবং সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় তবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।'

'নিয়ন্ত্রণরেখায় জঙ্গি কার্যকলাপ রয়েছে'

পাকিস্তানের সঙ্গে ভারতের নিয়ন্ত্রণ রেখায় অনেক জঙ্গি কার্যকলাপ রয়েছে মেনে নিয়ে সেনাপ্রধান বলেন, 'নিয়ন্ত্রণ রেখা খুবই সক্রিয়। আমাদের গোয়েন্দারা কড়া নজর রাখছে পরিস্থিতির উপর। তারা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছে। আমরা এই কড়া নজর দিচ্ছি পলেই একের পর এক পাকিস্তানের জঙ্গি অনুপ্রবেশ রুখতে সমর্থ হয়েছে।'

চিন সীমান্তের দিকেও সমান নজর

এদিকে শুধু পাকিস্তান নয়, চিন সীমান্তের দিকেও সমান নজর দেওয়ার কথা শোনা যায় সেনাপ্রধানের মুখে। তিনি বলেন, 'আমার মনে হয় উত্তর এবং পশ্চিম, উভয় সীমান্তেই সমান মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে।' সেনাপ্রধান আরও বলেন, 'যদি আমরা দেখি যে কোনও একটি সীমান্ত থেকে আমাদের উপর চাপ আসছে তবে সেনার সিংহভাগকে সেখানে পাঠানো হবে। তবে অপর প্রান্তকে ফাঁকা করে দেওয়া হবে না। সেখানেও পর্যাপ্ত পরিমাণে সৈন্য মোতায়েন থাকবে। যাতে সেই দিক দিয়েও যদি হামলা হয় তবে তা আমরা প্রতিহত করতে পারি। এই কারণেই আমাদের যুগ্ম টাস্ক ফোর্স রয়েছে।'

'কাশ্মীরে সেনাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন'

এদিকে কাশ্মীরে সেনাকর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে সেনা প্রধান বলেন, 'দেখুন, সেই পরিস্থিতিতে থাকা সেনাকর্মী এবং অফিসারদের সিদ্ধান্তকে আমাদের শ্রদ্ধা ও সমর্থন জানাতে হবে। সেনাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলির তদন্ত হবে। সেগুলির নিস্পত্তি হবে। তবে এখনও পর্যন্ত যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।'

'সংবিধানের অনুগত'

সেনাপ্রধান আরও বলেন, 'ভারতীয় সেনা হিসাবে আমরা দেশের সংবিধানের প্রতি নিজেদের অনুগত্য জানাই। সংবিধানের অন্তর্ভুক্ত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্ববোধের নীতি আমাদের এগিয়ে নিয়ে যাবে এবং পথ দেখাবে।' এরপর তিনি বলেন, 'জম্মু ও কাশ্মীরে সবাই আমাদের সঙ্গে আছে। নিয়ন্ত্রণরেখার কাছে থাকা মানুষ থেকে কাশ্মীরের অভ্যন্তরে থাকা মানুষ সবাই সাহায্য করছে। আমরা স্থানীয় পুলিশ ও জনগণের প্রতি কৃতজ্ঞ তাদের সাহায্যের জন্যে। তারা কেউ সেনার বিরুদ্ধে কোনও কুট উক্তি করে না।'

English summary
indian army ready for long term threat of war said army chief narvane
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X