For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনার রণকৌশলে ব্যাপক রদবদলের পথে কেন্দ্র! এক ছাতার তলায় আসছে সেনার তিন অঙ্গ

ভারতীয় সেনার তিন অঙ্গকে এক ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে ভারতের স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনা একসঙ্গে একই ছাতার তলায় থেকে কাজ করবে।

  • |
Google Oneindia Bengali News

বেশ কিছুদিন ধরেই গোপনে বৈঠক চলছিল। এবার তা সম্ভবত দিনের আলো দেখতে চলেছে। ভারতীয় সেনার তিন অঙ্গকে এক ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে ভারতের স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনা একসঙ্গে একই ছাতার তলায় থেকে কাজ করবে।

সেনার রণকৌশলে ব্যাপক রদবদলের পথে কেন্দ্র!

সূত্রের খবর, সরকারি বিজ্ঞপ্তি নাকি জারি হয়ে গিয়েছে। বলা হচ্ছে, রোনও একটি বাহিনীতে কর্মরত সেনা অন্য দুই বাহিনীতেও প্রয়োজনে কাজ করতে পারবেন।

এই ধরনের রণকৌশল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য বিশেষ করে প্রয়োগ করা হয়। ২০০১ সালের অক্টোবর থেকেই সেখানে তিনটি বাহিনী মিলে একসঙ্গে 'থিয়েটার কম্যান্ড' শুরু হয়। তবে গোটা প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় তা তুলে নেওয়া হয়।

এই ধরনের সংষ্কার শুধু প্রশাসনিক স্তরের জন্য নয়, সাংষ্কৃতিক, মৌলিক স্তরেও বড় প্রভাব ফেলবে সেনাবাহিনীতে। ভারতীয় সেনা সিস্টেমে তিন বাহিনী সবসময় যে এক পথে হাঁটে তা নয়। আলাদাভাবে পরিস্থিতি ব্যাখ্যা করে তার সমাধান করে।

যদি অদূর ভবিষ্যতে দেশ নতুন চিফ অব ডিফেন্স স্টাফ পায় বা তিন সেনার একসঙ্গে থিয়েটার কম্যান্ডার পায় তাহলে সেনা, নৌসেনা ও বায়ুসেনা বাহিনীর আলাদা নিয়মকে বদলাতে হবে সবার আগে।

English summary
India has finally taken the first step towards eventually having integrated theatre commands, where all the manpower and assets of the Army, Navy and IAF are under the operational control of a single three-star general in theatre commands
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X