For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপর সেনা আধিকারিকের স্ত্রীকে হত্যার অভিযোগ,গ্রেফতার 'মেজর' হান্ডা

ভারতীয় সেনার পদস্থ আধিকারিকের স্ত্রী শৈলজা দ্বিবেদীর হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এদিন মেরঠ থেকে আটক করা হয় মেজর নিখিল হান্ডাকে।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সেনার পদস্থ আধিকারিকের স্ত্রী শৈলজা দ্বিবেদীর হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এদিন মেরঠ থেকে আটক করা হয় মেজর নিখিল হান্ডাকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে খবর ছিল। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

অপর সেনা আধিকারিকের স্ত্রীকে হত্যার অভিযোগ, আটক মেজর হান্ডা

জানা গিয়েছে, মৃত শৈলজা ও তাঁর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মেজর নিখিল হান্ডা। জানা গিয়েছে, শেষবার হাসপাতালে মেজর হান্ডার সঙ্গেই শৈলজাকে দেখা গিয়েছিল। মেজর হান্ডাকে জিজ্ঞাসাবাদর ছাড়াও, যে গাড়িতে শেষবার শৈলজাকে দেখা গিয়েছিল, সেই গাড়িটিকেও খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। এর আগে, ৩০ বছর বয়সী শৈলজার মৃত্যু নিয়ে ক্রমেই দানা বাঁধে রহস্য। ঘটনার দিন সকালে ফিজিওথেরাপির জন্য সেনার হাসপাতালে গিয়েছিলেন সেনার এক মেজর পদস্থ আধিকারিকের স্ত্রী শৈলজা। হাসপাতালে তিনি সেনার অফিশিয়াল গাড়িতেই পৌঁছন। এরপর , ফের ওই গাড়িটি হাসপাতালে তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পৌঁছলে , গাড়ির চালককে জানানো হয়, ওই মহিলা সেদিন হাসপাতালে ফিজিওথেরাপির জন্য আসেননি। এরপর থেকে ঘনীভূত হতে থাকে রহস্য।

ঘটনাস্থল থেকে শৈলজার গলা কাটা দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান কেউ তাঁর মৃত দেহ গাড়ি চাপি দিয়ে চলে যায়। সূত্রের খবর, সকাল ১০ টা নাগাদ শৈলজা বাড়ি থেকে বের হন। এরপর আর ঘরে ফেরা হয়নি সেনার মেজরের স্ত্রী শৈলজার।

[আরও পড়ুন: ভ্যানের চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত রাজ্য পুলিশের ২ কর্মী][আরও পড়ুন: ভ্যানের চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত রাজ্য পুলিশের ২ কর্মী]

English summary
Indian Army Major Nikhil Handa detained in Meerut over murder of another Army officer's wife
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X