For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের পুরু বরফের উপত্যকা ৪ ঘণ্টা ধরে পেরিয়ে গর্ভবতী মহিলাকে হাসপাতাল পৌঁছল সেনা, ভাইরাল পোস্ট

  • |
Google Oneindia Bengali News

চারিদিকে পুরু বরফের চাদর। সাদা বরফে ঢাকা গোটা রাস্তা। আর সেই পুরু বরফের আস্তরণ পেরিয়ে দূর থেকে থেকে দেখা গিয়েছে অন্তত ১০০ জনের একটি দলকে। যাঁরা কাঁধে করে ওই ঠাণ্ডার মধ্যে নিয়ে যাচ্ছেন এক গর্ভযন্ত্রণায় কাতর মহিলাকে। এই ছবি কাশ্মীরের। কাশ্মীরের এক মহিলাকে যাঁরা কাঁধে নিয়ে যাচ্ছিলেন , তাঁরা ভারতীয় সেনার নির্ভিক জওয়ান।

কাশ্মীরের পুরু বরফের উপত্যকা ৪ ঘণ্টা ধরে পেরিয়ে গর্ভবতী মহিলাকে হাসপাতাল পৌঁছল সেনা, ভাইরাল পোস্ট

এদিন, সেনা দিবসে এই ঘটনার কথা টুইট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, ভারতীয় সেনার তরফেও এই ছবি প্রকাশ্যে আসে। আর সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভারতীয় সেনার পোস্টটিতে জানানো হয়েছে, যে মহিলাকে কাঁধে নিয়ে দুর্গম রাস্তা পার করে ভারতীয় সেনা ,সেই মহিলার নাম শমিমা। তাঁকে আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি করতে হত। আর প্রবল বরফপাতের জেরে কাশ্মীরের ওই এলাকায় মিলছিল না কোনও গাড়ি। এমন অবস্থায় ত্রাতা হিসাবে আসে ভারতীয় সেনা।


ভারতীয় সেনা জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর শমিমা এক সন্তানের জন্ম দেন। আর সেই সন্তান সুস্থ রয়েছে। সুস্থ রয়েছেন শমিমাও। এমন এক মন ছুঁয়ে নেওয়া কাহিনি এদিন সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
Indian Army jawans carries Pregnant woman for 4 hours in snow fall of Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X