For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তে aqua jammers এবং multi-shot guns ইনস্টল করল সেনা! কতটা ভয়ঙ্কর এই সমরাস্ত্র

একাধিকবার সাবধান করা হয়েছে! এমনকি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে এসেছে ভারতীয় সেনা। কিন্ত্য এরপরেও বদল নেই ইসলামাবাদের। কখনও ভারতের মাটিতে ড্রোন ওড়ানোর ছক কষছে তো কখনও জঙ্গি পাঠাচ্ছে। এই অবস্থা

  • |
Google Oneindia Bengali News

একাধিকবার সাবধান করা হয়েছে! এমনকি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে এসেছে ভারতীয় সেনা। কিন্ত্য এরপরেও বদল নেই ইসলামাবাদের। কখনও ভারতের মাটিতে ড্রোন ওড়ানোর ছক কষছে তো কখনও জঙ্গি পাঠাচ্ছে। এই অবস্থায় পাকিস্তানকে যোগ্য জবাব দিতে চাইছে ভারত।

আর তাই সীমান্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেনাবাহিনীর। আর এরপর সীমান্তে কোনও ধরণের ষড়যন্ত্র করার আগে দুবার ভাববে প্রতিবেশী পাকিস্তান। কার্যত অত্যাধুনিক ব্যবস্থা এবার ভারত-পাক সীমান্তে।

কতটা শক্তিশালী নয়া এই সিস্টেম

কতটা শক্তিশালী নয়া এই সিস্টেম

জানা যাচ্ছে লাইন অফ কন্ট্রোলে অত্যাধুনিক সিস্টেমে বসাতে চলেছে ভারতীয় সেনা। জানা যাচ্ছে, aqua jammers এবং multi-shot guns ইনস্টল করতে চলেছে ভারত। সেনার একটি সুত্র জানাচ্ছে, সীমান্ত বরাবর সেনাবাহিনী aqua jammer-এর মতো অত্যাধুনিক প্রযুক্তি ইনস্টল করেছে। অত্যাধুনিক ওই ব্যবস্থাতে multi-shot guns মোতায়েন রয়েছে বলে জানা যাচ্ছে। অত্যাধুনিক এই জ্যামেরার ক্ষমতা ৪ হাজার ৯০০ মিটার পর্যন্ত হয়ে থাকে। অত্যাধুনিক ওই জ্যামার মুহূর্তের মধ্যে শত্রপক্ষের ড্রোনকে নষ্ট করে দিতে পারবে। শুধু তাই নয়, সমস্ত কানেকটিভিটিও ছিন্ন করে দিতে সক্ষম। এরপর ড্রোনটিকে নীচে নিয়ে গিয়ে multi-shot guns দিয়ে ধ্বংস করে দিতে সক্ষম। অত্যাধুনিক এই মেশিনগুলি একাধিক জওয়ান চালিয়ে থাকেন।

পাঁচ কিমি দূরে থাকা ড্রোনকেও ধরে ফেলবে এই প্রযুক্তি-

পাঁচ কিমি দূরে থাকা ড্রোনকেও ধরে ফেলবে এই প্রযুক্তি-

aqua jammers এবং multi-shot guns দুটিই অত্যাধুনিক প্রযুক্তি। নয়া এই জ্যামার পাঁচ কিমি দূরে থাকা ড্রোনের সঙ্কেত ধরে ফেলতে পারে। শুধু তাই নয়, multi-shot guns-এর একাধিক বন্দুক লাগানো রয়েছে। এমনকি এটি একসঙ্গে নয়টি গুলি করে থাকে। ফলে মুহূর্তের মধ্যে ড্রোনকে ধ্বংস করে দিতে পারে নয়া এই সিস্টেম। দুটি সিস্টেমকেই সীমান্ত থেকে মাত্র ৪০০ মিটার পিছনে লাগানো হয়েছে। এছাড়াও জ্যামারে ক্যামেরা এবং থার্মাল ইমেজার রয়েছে। যা 24x7 কাজ করে থাকে এবং ড্রোনকে মুহূর্তে শনাক্ত করে অ্যালার্ট দিতে সক্ষম এই সিস্টেম।

 ড্রোন মোকাবিলা করাটা বড় চ্যালেঞ্জের

ড্রোন মোকাবিলা করাটা বড় চ্যালেঞ্জের

ভারতের কাছে কার্যত ড্রোন মোকাবিলা করাটা বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। ভারতে হামলা চালাতে কৌশল বদল করেছে পাকিস্তান। এমনকি জঙ্গিরাও ড্রোনের সাহায্যে ভারতে বিভিন্ন জঙ্গি কাজকলাপ চালাচ্ছে। এমনকি কয়েক মাস ধরে ভারতের একাধিক সেনাঘাটিতে ড্রোনের সাহায্যে হামলা চালানো হচ্ছে। সেখানে দাঁড়িয়ে পাক ড্রোনের মোকাবিলা করাটা প্রয়োজনীয় হয় ভারতের কাছে। আর সেখানে দাঁড়িয়ে অত্যাধিউনিক এই প্রযুক্তি। যা পাকিস্তানের ঘুম কেড়ে নেবে বলে মনে করা হচ্ছে।

English summary
indian Army installed multi shot gun at border sets aqua jammers at Pakistan border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X