পাকিস্তানি সেনা ক্যাম্পেও চলল ভারতের হামলা! ইসলামাবাদ এরপর নয়া দাবিতে সরব
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রবিবার ব্যাপক গোলাবর্ষণ শুরু করে ভারতীয় সেনা বাহিনী। পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ রুখতে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ক্যাম্পগুলি গুঁড়িয়ে দিতে থাকে ভারতীয় সেনা। শুধু তাই নয় একই সঙ্গে পাকিস্তানি সেনা ক্যাম্পও সীমান্তের ওপারে ধ্বংস হয়েছে বলে খবর। এরপরই পাকিস্তান নয়া দাাবিতে সরব হয়েছে।

ভারতের ডেপুটি হাই কমিশনরকে তলব পাকিস্তানের
পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে একাধিক ক্যাম্পে ভারতের তীব্র গোলাবর্ষণের জেরে ৪ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে যায়। এরপরই পাকিস্তানে ভারতের ডেপুটি হাইকমিশনরকে তলব করে ইসলামাবাদ। কাশ্মীরের তাংধার সেক্টর থেকে ভারতীয় সেনার গোলাবর্ষণের প্রেক্ষিতে ভারতীয় ডেপুটি হাই কমিশনরকে ডেকে পাঠায় পাক বিদেশমন্ত্রক।

পাকিস্তানের দাবি
এদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ভারতীয় সেনার তুমুল গোলাবর্ষণ হয়েছে, তা মানতে চাইছে না পাকিস্তান সেনা। পাকিস্তানের সেনার তরফে মেজর জেনারেল গফুর জানিয়েছেন , ভারত যে জঙ্গি ঘাঁটিই ধ্বংস করেছে তার প্রমাণ আগে দিক।

পাকিস্তানকে ভারতের আক্রমণ
প্রসঙ্গত, শনিবার রাত থেকে পাকিস্তানি সেনা ক্রমাগত ভারতের তাংধার সীমান্ত বরাবর আক্রমণ শানাতে থাকে। যার জেরে ২ ভারতীয় জওয়ান শহিদ হন। এরপরই ভারতের জবাবি হামলা শুরু হয়ে যায়। পাক সীমান্তে শুরু হয় গোলাবর্ষণ। ধ্বংস হয় ৪ টি জঙ্গি ঘাঁটি। শুধু তাই নয় পাকিস্তানি সেনা ক্যাম্পেও হামলা চালায় ভারত। যদিও কোনও রকম আঘাত পাকিস্তানের বুকে আনা হয়েছে বলে মানতে চাইছে ইসলামাবাদ।