For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরিরা অস্ত্র তুলে নিলে গুলি! কড়া বার্তা ভারতীয় সেনার

কাশ্মীর উপত্যকায় কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। কেউ অস্ত্র তুলে নিলে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর উপত্যকায় কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। কেউ অস্ত্র তুলে নিলে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। মঙ্গলবার এমনটাই কড়া বার্তা দিল ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফে এদিন সাংবাদিক সম্মেলন করা হয়।

সেনার কড়া বার্তা

সেনার কড়া বার্তা

পুলওয়ামা কাণ্ডের পর এবার প্রকাশ্যে কড়া বার্তা ভারতীয় সেনার। কাশ্মীরি সমাজে মায়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কাশ্মীরি মা-বোনেদের কাছে তাদের আবেদন, ঘরের সন্তানদের বোঝান। যাঁদের সন্তান সন্ত্রাসবাদী কাজে যুক্ত তাদের বোঝান। আবেদন জানিয়েছে ভারতীয় সেনা। একইসঙ্গে আবেদন সন্তানদের বলুন আত্মসমর্পণ করতে। আত্মসমর্পণ করলে সামাজিক সুরক্ষা মিলবে বলেও জানানো হয়েছে।

 সাধারণের কোনও ক্ষতি হয়নি পুলওয়ামায়

সাধারণের কোনও ক্ষতি হয়নি পুলওয়ামায়

সোমবার টানা ১৭ ঘন্টা পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের মারা যায় ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা কাণ্ডের মাস্টার মাইন্ড কামরান। সোমবারের সংঘর্ষের কথা উল্লেখ করে সেনার তরফে জানানো হয়েছে, সংঘর্ষে সাধারণ মানুষের কোনও ক্ষতি হয়নি। ক্ষতি যাতে না হয়, তার জন্য আগাম সতর্ক ছিল বাহিনী।

তুষারপাতের জেরে অনুপ্রবেশ

তুষারপাতের জেরে অনুপ্রবেশ

লেফটেন্যান্ট জেনারেল ধিঁলো জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরে তুষারপাতের জেরে অনুপ্রবেশ ঘটছে।

পাকিস্তান থেকে বসে তৎপরতা জৈশ-এর

পাকিস্তান থেকে বসে তৎপরতা চালাচ্ছে জৈশ-ই-মহম্মদ। ১০০ ঘন্টার মধ্যে পুলওয়ামা হামলায় অভিযুক্তকে নিকেশ করা হয়েছে। বলেছেন লেফটেন্যান্ট জেনারেল ধিঁলো।

কনভয় যাওয়ার সময় নতুন ব্যবস্থা

এবার থেকে কনভয় যাওয়ার সময় সাধারণের চলাচবলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সাধারণকে চলাচলে যাতে বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়, তার জন্যও চেষ্টা চালানো হচ্ছে।

গত ৩ মাসে নিয়োগ হয়নি

কাশ্মীরের আইজিরি এসপি পানি জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে গত তিনমাসে সাফল্য পায়নি জঙ্গিরা।

(ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Indian army has given strict message to Kashmiri Youth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X