For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখের গালওয়ান উপত্যকায় চরম উত্তেজনা! ভারত-চিন সেনার মধ্যে দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার

Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তে চিন সেনা বাড়াচ্ছে। এই কথা মেনে নিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে শবিনারের বৈঠকের কথা মাথায় রেখে পিছু হটে চিন সেনা। তবে লাদাখে চলমান অস্থির পরিস্থিতির মধ্যেই চিনা সেনা শত্রুপক্ষের দেশে অনুপ্রবেশের এক্সারসাইজ শুরু করে।

কাশ্মীর থেকে ব্যাপক সংখ্যায় সেনা লাদাখ সীমান্তে

কাশ্মীর থেকে ব্যাপক সংখ্যায় সেনা লাদাখ সীমান্তে

চিন ক্রমেই ভারতীয় সীমান্ত পার করার চেষ্টা করেছিল। এদিকে চিনের এই আগ্রাসন রুখতে ৬ জুন দুই দেশের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে বৈঠক হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। এদিকে চিনের প্ররোচণা সত্ত্বেও পিছু হটতে নারাজ ভারতও। কাশ্মীর থেকে ব্যাপক সংখ্যায় সেনা লাদাখ সীমান্তে পাঠানো হচ্ছে বলে খবর মিলেছে।

গালওয়ান নালা এলাকায় চিনা সেনা

গালওয়ান নালা এলাকায় চিনা সেনা

সূত্রের খবর, লাদাখের কাছে এলএসি-তে জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে চিন। গালওয়ান নালা এলাকায় শেষ দু'সপ্তাহে তারা ১০০টি টেন্ট তৈরি করেছে। এছাড়া টাইপ ১৫ ট্যাঙ্ক, জেড ২০ হেলিকপ্টর সহ জিজে ২ ড্রোন লাদাখ সীমান্তে নিয়ে আসা হয়েছে চিনা সেনার তরফে।

পূর্ব লাদাখের প্যাংগং সরোবরে সংঘর্ষ

পূর্ব লাদাখের প্যাংগং সরোবরে সংঘর্ষ

কয়েকদিন আগেই লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর উড়তে দেখা গিয়েছিল চিনা হেলিকপ্টার। সঙ্গে সঙ্গেই সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে ছুটে যায় ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমান। এরপর ফের চিন ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ আনে। গত ৫ ও ৬ মে রাতে পূর্ব লাদাখের প্যাংগং সরোবরের কাছে ভারত ও চিনা সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষও হয়।

উত্তেজনার পারদ চড়ছে

উত্তেজনার পারদ চড়ছে

এরপর ৯ মে উত্তর সিকিমে ফের ভারত-চিন সেনা সংঘর্ষ হয়। সিকিমের নাথু-লা সেক্টরে টহলদারি চালানোর সময় ভারতীয় ভূখণ্ডের মধ্যে অনু্প্রবেশ করে চিনের সেনা। বিষয়টি দেখতে পেয়ে তীব্র প্রতিবাদ জানান কর্তব্যরত ভারতীয় সেনা জওয়ানরা। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এর ফলে চিনের সাতজন সেনা ও চারজন ভারতীয় জওয়ান জখম হন।

সেনা বাড়াচ্ছে দুই দেশই

সেনা বাড়াচ্ছে দুই দেশই

এই উত্তপ্ত পরিস্থিতির জেরে দুই দেশের তরফেই স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে এলএসি এলাকায় সেনার সংখ্যা বাড়ানো হয়েছে। সূত্রের খবর, লাদাখের কাছে এলএসি-তে জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে চিন। গালওয়ান নালা এলাকায় শেষ দু'সপ্তাহে তারা ১০০টি টেন্ট তৈরি করেছে। লাদাখের দূরবুক গ্রামের মানুষরা বলছেন, প্রতি রাতে প্রায় ৭০ থেকে ৮০টি ট্রাক-গাড়ি তারা চিনা সীমান্তে যেতে দেখেছে।

<strong>চিনকে লাদাখ নিয়ে জবাব দিতে তৈরি ভারত! শনিবারের বৈঠকে কে করবেন ভারতের প্রতিনিধিত্ব? জানুন বিস্তারিত</strong>চিনকে লাদাখ নিয়ে জবাব দিতে তৈরি ভারত! শনিবারের বৈঠকে কে করবেন ভারতের প্রতিনিধিত্ব? জানুন বিস্তারিত

English summary
Indian and Chinese army only 2.5 kms apart in Ladakh's Galwan valley as tension rises across LAC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X