For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় জয় ভারতের, দুই কিলোমিটার পিছু হটল ড্রাগন বাহিনী! লাদাখে সংঘর্ষ এড়াতে তৈরি বাফার জোন

Google Oneindia Bengali News

অবশেষে পিছু হটল চিন৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে দুই কিলোমিটার পিছনে সরে গেছে চিনের সেনাবাহিনী৷ ভারতীয় সেনা সূত্রে খবর, কোর কমান্ডার স্তরে বৈঠকের পর তাঁবু, গাড়ি এবং বাহিনী সরিয়ে নিয়েছে চিন। তবে গালওয়ান নদীর পার্শ্ববর্তী দুর্গম এলাকায় এখনও অস্ত্রবাহী গাড়ি মোতায়েন রেখেছে চিন। ভারতীয় সেনা সেদিকে নজর রেখেছে।

৩ জুলাই প্রধানমন্ত্রী লেহ-তে যান

৩ জুলাই প্রধানমন্ত্রী লেহ-তে যান

১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান৷ অন্যদিকে ভারতের তরফে চিন সেনারও ৪৩ জন জওয়ানের হতাহতের কথা বলা হলেও, চিন তা স্বীকার করেনি। ১৫ জুনের ঘটনার পর এলএসি জুড়ে অস্থায়ী শিবির তৈরি করে চিন সেনা৷ জবাবে ভারতীয় সেনাবাহিনীর তরফেও উপত্যকায় অস্থায়ী ছাউনি তৈরি করা হয়৷ দুই তরফে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়৷ সীমান্তে পরিস্থিতির পর্যালোচনা করতে ৩ জুলাই প্রধানমন্ত্রী লেহ-তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে যান৷ সেখানে সেনা হাসপাতাল পরিদর্শন করে চিনের আগ্রাসী আচরণের প্রতিবাদ করে তিনি বলেন, 'ইতিহাস সাক্ষী রয়েছে, সম্প্রসারণবাদীরা হয় হেরে গিয়েছে, না হয় পিছিয়ে যেতে বাধ্য হয়েছে।'

পরিস্থিতির সুরাহা কোন পথে?

পরিস্থিতির সুরাহা কোন পথে?

পরিস্থিতির সুরাহা করতে সম্প্রতি দুই দেশের সেনাবাহিনীর কমান্ডার স্তরে দফায় দফায় বৈঠক হয়েছে৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গালওয়ান উপত্যকার সীমান্তরেখা থেকে দুই দেশের সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে যাওয়া হবে৷ সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আজ চিনের পিপলস লিবারেশন আর্মি সীমান্ত থেকে তাদের গাড়ি, তাঁবুসহ সেনাবাহিনী দুই কিমি পিছিয়ে নিয়ে গিয়েছে৷ ভারতীয় সেনাবাহিনীর তরফে সরাসরি ঘটনাস্থান পর্যবেক্ষণ করা হয়েছে৷ তাঁবু ও কিছু সংখ্যক সেনাবাহিনী সরানো হলেও এলএসি-তে এখনও অস্ত্রসজ্জিত চিনা সেনাবাহিনীর গাড়ি উপস্থিত রয়েছে বলে জানা গিয়েছে৷ সম্পূর্ণ বিষয়টির উপর নজর রাখছে ভারতীয় সেনা৷

কী পরিস্থিতি লাদাখে?

কী পরিস্থিতি লাদাখে?

৩০ জুনের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, গালওয়ান, প্যাংগং ও উষ্ণ প্রস্রবণ অঞ্চল থেকে দুই দেশের সেনাবাহিনীকেই সরিয়ে নিয়ে যাওয়া হবে৷ এর পরবর্তী স্তরে 'ডেপথ এরিয়া' যেমন ডেপসাং সমতলভূমি থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়ে যাওয়া হবে৷

চিনের উস্কানি

চিনের উস্কানি

১৫ জুনের সংঘর্ষের পর ১৯ জুন চিনের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, গালওয়ান উপত্যকা ভারত-চিন সীমান্তের চিনের এলএসি-র পশ্চিমভাগে অবস্থিত৷ ফলে, গালওয়ান উপত্যকাকে চিন তাদের নিজেদের অংশ বলে দাবি করতে পারে, সেই থেকেই জল্পনা শুরু হয়৷

শ্রমিক নিয়োগে ভিনদেশিতে না, কুয়েত থেকে ফিরতে চলেছে ৮ লাখ ভারতীয়, আরও বাড়বে করোনাশ্রমিক নিয়োগে ভিনদেশিতে না, কুয়েত থেকে ফিরতে চলেছে ৮ লাখ ভারতীয়, আরও বাড়বে করোনা

English summary
Indian and Chinese army disengages creating a buffer zone in Galwan to de escalate situation in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X