For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনধ আর খেউড়ে রাজনীতিতে টের পেল না কেউ, বাংলা থেকে হয়ে গেল বিশাল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বাংলা তখন ব্যস্ত খেউড়ে রাজনীতি আর বনধ-এর সাফল্য় ও অসাফল্য়ের কড়ি গুনতে। কিন্তু, এই বঙ্গভূমির আকাশেই তখন যে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের এতবড় পরীক্ষা চলল তা জানতেই পারল না সাধারণ মানুষ।

Google Oneindia Bengali News

বাংলা তখন ব্যস্ত খেউড়ে রাজনীতি আর বনধ-এর সাফল্য় ও অসাফল্য়ের কড়ি গুনতে। কিন্তু, এই বঙ্গভূমির আকাশেই তখন যে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের এতবড় পরীক্ষা চলল তা জানতেই পারল না সাধারণ মানুষ। খবরটা প্রকাশ্যে এল যখন প্রতিরক্ষামন্ত্রক থেকে একটি প্রেস বিবৃতি জারি করে বিষয়টি জানানো হল।

এতবড় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, আড়ালে হয়ে গেল সব

'অস্ত্র' ভারতীয় প্রতীক্ষায় এক নয়া ক্ষেপণাস্ত্র। পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা এয়ার বেস থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল নিক্ষেপ হয়েছে বুধবার। প্রেস বিবৃতিতে এমনই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সুখোই-৩০-র মাধ্যমে রাজ্যের আকাশে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। জানানো হয়েছে 'অস্ত্র' অত্যন্ত দক্ষতার সঙ্গে ও নিখুতভাবে তার লক্ষ্যে পৌঁছেছে।

সুখোই-৩০ যুদ্ধবিমানে পুরদস্তুর ক্ষেপণাস্ত্র লোডিং সিস্টেমে 'অস্ত্র'-কে লোড করে আকাশে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকেই নিক্ষেপ করা হয়। এই নিক্ষেপকে প্রতিরক্ষামন্ত্রক 'ফাইনাল প্রি-ইনডাকশন লঞ্চড' বা বায়ু-সেনার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে মজুত হওয়ার আগের চূড়ান্ত পরীক্ষামূলক নিক্ষেপ বলেই বর্ণনা করেছে। 'অস্ত্র'-কে 'ক্লাস ওয়েপন সিস্টেম'-এ সেরা বলেও ব্যাখ্যা করেছে প্রতিরক্ষামন্ত্রক। এখন পর্যন্ত ২০ ধরনের পরীক্ষা-নিরিক্ষার মধ্যে দিয়ে গিয়েছে এই ক্ষেপণাস্ত্র।

এতবড় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, আড়ালে হয়ে গেল সব

'অস্ত্র' হল 'বিয়ন্ড ভিশুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল' বা বিভিআরএএএম। বাংলায় যার মানে করলে দাঁড়ায় 'দৃষ্টিগোচরের বাইরেও বায়ু থেকে বায়ুতে আঘাত হানতে পারা মিসাইল'। 'অস্ত্র'-এর মতো ক্ষেপণাস্ত্র আকাশে ২০ কিলোমিটার থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত অনায়াসে নিশানা লাগাতে পারে। যে কোনও উচ্চতায়, যে কোনও আবহাওয়ার মধ্যেও দক্ষতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা ধরে এই ক্ষেপণাস্ত্র। সম্পূর্ণভাবে দেশিয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্রটিকে বানানো হয়েছে। আপাতত সুখোই-৩০ যুদ্ধবিমানে এই ক্ষেপণাস্ত্রটিকে লোড করা হচ্ছে। আগামী দিনে ডেসল্ট মিরাজ ২০০০ এবং মিকোয়াঁ মিগ-২৯-তে-ও 'অস্ত্র'-কে সংযুক্ত করা হবে। 'অস্ত্র'-র সফল নিক্ষেপে ডিআরডিও, বায়ুসেনা এবং ক্ষেপণাস্ত্র তৈরিতে যুক্ত থাকা দলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ।

English summary
Astra is a new inclusion in Indian Air Force's missile system. On Wednesday IAF did successful flight test of ASTRA from KalaiKunda Air base.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X