শীঘ্রই দেশের মাটিতে পা রাখতে চলেছে আরও ১৬টি রাফাল, জানুন যুদ্ধবিমানগুলির 'ল্যান্ডিং ডেট'
আর ৭ দিন বাদেই দেশে অবতরণ করতে চলেছে আরও তিনটি রাফাল যুদ্ধবিমান। আগামী ৫ নভেম্বর আরও তিনটি রাফাল ভারতে পাঠাবে ফরাসি সংস্থা দাসোঁ। তবে সেই অবতরণের আগেই রাফাল সংক্রান্ত আরও বড় সুখবর এল দেশে। সূত্রের খবর এপ্রিল মাসের মধ্যেই বেশ কয়েকটি দফায় ভারতীয় বিমান বাহিনী হাতে এসে যাবে মোট ১৬টি রাফাল যুদ্ধ বিমান।

ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভুক্ত হয়েছে ৫টি রাফাল জেট
উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভুক্ত হয়েছে ৫টি রাফাল জেট। ২৯ জুন দেশে অবতরণ করা এই যুদ্ধবিমানগুলিকে পূর্ব লাদাখ সেক্টরে চিনের সঙ্গে চলমান সংঘাতের আবহে আম্বালা এয়ারবেসে মোতায়েন করা হয়েছে। প্রথম দফায় ভারত যে পাঁতটি রাফাল যুদ্ধ বিমান হাতে পেয়েছিল তার মধ্যে তিনটি ছিল সিঙ্গেল সিটার, বাকি দুটি ডবল সিটার।

গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনে মোট ২১টি রাফাল অন্তর্ভুক্ত করা হবে
চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছর এপ্রিল পর্যন্ত আম্বালা বায়ুসেনা ঘাঁটির গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনে মোট ২১টি রাফাল জেট অন্তর্ভুক্ত করা হবে। এই যুদ্ধবিমানগুলির মধ্যে তিনটি পাঠানো হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে। পরের দফায় মার্চ ও এপ্রিলে যথাক্রমে পাঁচটি ও সাতটি রাফাল জেট চলে আসবে হরিয়ানার আম্বালা এয়ারবেসে।

৩৬টি রাফালের জন্য ৫৯ হাজার কোটি টাকার চুক্তি
প্রসঙ্গত, ৩৬টি রাফাল ফাইটার জেটের জন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরেই। লাদাখে চিনের সঙ্গে সংঘাতের আবহে সেই বিমানগুলি যত দ্রুত সম্ভব দেশে আনার প্রক্রিয়ায় লিপ্ত কেন্দ্র। এর আগে সেপ্টেম্বরের ১০ তারিখ আম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয় পাঁচটি যুদ্ধবিমানকে।

ফ্রান্সে চলছে প্রশিক্ষণ
সরকারি সূত্রে জানা গিয়েছে, ফ্রান্সে এখন সাতটি ট্রেনার রাফাল জেটে প্রশিক্ষণ নিচ্ছেন ভারতের পাইলটরা। ২০২১ সালের মার্চের মধ্যেই প্রশিক্ষণ পর্ব শেষ করে দেশে ফিরবেন তাঁরা। তারপর হরিয়ানার আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিতে প্রত্যেকটি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে একজন করে স্কোয়াড্রন মোতায়েন করবে ভারতীয় বায়ুসেনা।

'এক হাত' দূরত্বে দাঁড়িয়ে সিন্ধিয়া-পাইলট, বন্ধুত্ব ভুলে আনুগত্য প্রমাণের লড়াই মধ্যপ্রদেশে