For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরানের উদারতায় কি কৌশল! বায়ুসেনার দাবি জেনেভা চুক্তি মেনেই অভিনন্দনের মুক্তি

ইমরান খান দরাজ দেখিয়ে বলছেন শান্তি-র কথা। আর এই শান্তির জন্য-ই নাকি উইং কমান্ডার অভিনন্দন বর্তমান-কে মুক্তি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার পাক পার্লামেন্টে এমনই দাবি করেছেন ইমরান খান।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

ইমরান খান দরাজ দেখিয়ে বলছেন শান্তি-র কথা। আর এই শান্তির জন্য-ই নাকি উইং কমান্ডার অভিনন্দন বর্তমান-কে মুক্তি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার পাক পার্লামেন্টে এমনই দাবি করেছেন ইমরান খান। কিন্তু, ইমরান খানের এই দাবি-কে পাত্তাই দিতেই রাজি নয় ভারতীয় বায়ু সেনা। তাদের সাফ কথা অভিনন্দন বর্তমান-এর মুক্তি জেনেভা চুক্তি-র বাধ্যবাধকতা মেনেই।

ইমরানের উদারতায় কি কৌশল! বায়ুসেনার দাবি জেনেভা চুক্তি মেনেই অভিনন্দনের মুক্তি

বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ সাংবাদিক সম্মেলনে বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল রবি কাপুর সাফ জানিয়ে দেন, অভিনন্দন বর্তমানের মুক্তির খবর খুবই আনন্দের। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারতীয় বায়ুসেনা। 'আমরা তাঁকে ফেরত পাচ্ছি জেনে খুবই আনন্দ হচ্ছে। তবে যা হচ্ছে তা জেনেভা চুক্তি মেনেই।'

বুধবার কাশ্মীরে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়া পাকিস্তানের হানাদার যুদ্ধবিমানকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় বায়ুসেনার মিগ যুদ্ধবিমান ধ্বংস হয়। পাকিস্তানের হানাদার এফ১৬ বিমান থেকেই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। নিয়ন্ত্রণ রেখার কাছে এই ঘটনায় অভিনন্দনের বিকল যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক ভূখণ্ডে পড়ে। নিজেকে যুদ্ধ বিমান থেকে ইজেক্ট করে নেন অভিনন্দন। তিনি একটি পাহাড়ি নদীতে গিয়ে পড়েন। এরপরই পাক রেঞ্জার্স-এর জওয়ান এবং সাধারণ মানুষ সমানে অভিনন্দনকে মারধর করতে থাকে।

অভিনন্দন-এর রক্তাক্ত ছবি ইন্টারনেটে ছেড়েও দেওয়া হয়। এই নিয়ে ভারত ক্ষোভ প্রকাশ করে। পাক সেনার তোলা একটি ভিডিও-তে দেখা যায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সমস্ত প্রশ্নেরই উত্তর দিচ্ছেন অভিনন্দন। তবে, যে তথ্য বায়ুসেনার বাইরে শেয়ার করা নিষেধ তাতে সাফ জানিয়েছেন এই বিষয়ে তাঁর উত্তর দেওয়ার কথা নয়। পাকিস্তান সেনার হাতে বন্দি হওয়ার সময়ই বায়ুসেনার পোশাকে থাকা অভিনন্দন জানিয়েছিলেন তাঁকে জেনেভা চুক্তি মেনে রাখতে হবে।

পাকিস্তান সেনা অভিনন্দন-এর যে প্রাথমিক ছবি ও ভিডিও প্রকাশ করেছিল তাতে আন্তর্জাতিক মহলও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। ভারতীয় বায়ুসেনার মতে এতে আরও চাপে পড়েছে পাকিস্তান। তাই মুখে শান্তির কথা বলে ইমরান খানরা বাহবা কুড়োনোর চেষ্টা করলেও আসলে জেনেভা চুক্তি মেনেই অভিনন্দনের মুক্তি ঘটছে বলে অবস্থান নিয়েছে বায়ুসেনা।

English summary
Indian Air Force hails the release of captived Wing Commander Abhinandan Varthman by Pakistan but they see it as a consonance with Geneva Conventions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X