For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও শক্তিবৃদ্ধি হল ভারতীয় বায়ুসেনার, চারটে চিনুক হেলিকপ্টার এল হাতে

সিএইচ ৪৭ চিনুক চপার এদিন ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হল। মোট ১৫টি চপার কিনতে ভারত ১.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। তার মধ্যে চারটি এদিন বায়ুসেনার হাতে তুলে দেওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

সিএইচ ৪৭ চিনুক চপার এদিন ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হল। মোট ১৫টি চপার কিনতে ভারত ১.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। তার মধ্যে চারটি এদিন বায়ুসেনার হাতে তুলে দেওয়া হল। এগুলি ভারত-পাকিস্তানের উচ্চ পার্বত্য অঞ্চলগুলিকে মোতায়েন করা থাকবে। সীমান্ত প্রহরার এগুলি বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

নানা কাজে ব্যবহার

নানা কাজে ব্যবহার

এই মাল্টি মিশন হেভি-লেফ্ট ট্রান্সপোর্ট হেলিকপ্টারকে সেনা বাহিনীর যাতায়াত, অস্ত্র ও গোলাবারুদ ও অন্যান্য রসদ পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হবে।

দুর্গম এলাকাতেও কাজ

দুর্গম এলাকাতেও কাজ

একেবারে দুর্গম পাহাড়ি এলাকাতেও স্বচ্ছন্দে চিনুক কাজ করতে পারে। ভারতীয় সেনার জন্য সব ধরনের পরিবেশ কাজ করে এমন হেলিকপ্টার প্রয়োজন ছিল। চিনুক সেকাজে সাহায্য করতে পারবে।

মেডিক্যালের কাজেও ব্যবহার

মেডিক্যালের কাজেও ব্যবহার

সেনার কাজ ছাড়াও চিনুক মেডিক্যাল এমার্জেন্সির ক্ষেত্রেও কাজে লাগবে। বিপর্যয় মোকাবিলা, তল্লাশি অভিযান চালানো, আগুন নেভানো ইত্যাদি কাজে চিনুককে সহজে ব্যবহার করা যাবে।

এদিন চারটি চিনুক পাঠানো হয়েছে। ১৫টির মধ্যে বাকী ১১টি চিনুক ২০২০ সালের মধ্যে ভারতের হাতে তুলে দেওয়া হবে।

English summary
Indian Air Force inducts four Chinook heavy-lift choppers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X