For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন সীমান্ত ভারতীয় বায়ুসেনার তৎপরতা তুঙ্গে, চিনুক হেলিকপ্টারের চক্করের ভিডিও প্রকাশ

ভারত-চিন সীমান্তে একটি ঘাঁটির কাছে চক্কর চালাল ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান। শনিবার সু-৩০ এমকেআই যুদ্ধবিমান এবং অ্যাপাচে হেলিকপ্টারটি চিনের সীমান্তের নিকটে চক্কর দেয়।

Google Oneindia Bengali News

ভারত-চিন সীমান্তে একটি ঘাঁটির কাছে চক্কর চালাল ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান। শনিবার সু-৩০ এমকেআই যুদ্ধবিমান এবং অ্যাপাচে হেলিকপ্টারটি চিনের সীমান্তের নিকটে চক্কর দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তার পরই লাদাখ সীমান্তে বায়ুসেনার তৎপরতা দেখা দেয় এদিন। ভারতীয় সংবাদমাধ্যমে সেই ভিডিও প্রকাশিত হয়েছে। পাল্টা চিনও সেনা মহড়ার ভিডিও প্রকাশ করেছে।

চিন সীমান্ত ভারতীয় বায়ুসেনার তৎপরতা তুঙ্গে, ভিডিও প্রকাশ

পূর্ব লাদাখ সেক্টরে সীমান্ত সংঘাতের আবহে ভারতও যে তৈরি তা জানান দিল বায়ু সেনা। এই লড়াইয়ের অ্যাপাচে হেলিকপ্টার গুলি নিয়ে চক্কর দেওয়া হয়। ২০২দ-র মে মাস থেকে পূর্ব লাদাখে চিনা সেনাবাহিনী এলএসি-এর পাশে ঘাঁটি গড়ে তোলে। তারপর থেকেই বারবার উত্তেজনা ছড়িয়েছে।

শুক্রবার লাদাখে গিয়ে প্রধানমন্ত্রী মনোবল বাড়িয়ে দেন ভারতীয় সেনাবাহিনীর। তারপর থেকেই ভারতীয় বিমানবাহিনী তৎপর হয়ে উঠেছে। সু-৩০ এমকেআই যুদ্ধবিমান এবং অ্যাপাচে হেলিকপ্টার নিয়ে বায়ু সেনার তৎপরতার ভিডিও ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে।

পূর্ব লাদাখের একাধিক স্থানে গত সাত সপ্তাহ ধরে ভারত ও চিন সেনাবাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ১৫ জুন গালওয়ান উপত্যকায় এক হিংসাশ্রয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। কারপরই এই উত্তেজনা বহুগুণে বেড়ে যায়। চিনা পক্ষও হতাহতের শিকার হয়েছিল। তবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। অসমর্থিত সূত্রে জানা গিয়েছিল চিনের ৪৫ জন হতাহত হয়েছেন।

English summary
Indian Air Force carried out air operations at a forward base near India-China border. The visuals showed Su-30MKI fighter aircraft and Apache attack helicopter moving in and out of the airbase near the border.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X