For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের অন্যতম দ্রুত টিকাকরণও হয়ত করোনার ঢেউ থেকে বাঁচাতে পারবে না ভারতকে!

Google Oneindia Bengali News

বিশ্বের অন্যতম দ্রুততম টিকাকরণ চলছে ভারতে। দেশে ৯ কোটি মানুষকে এখনও পর্যন্ত করোনা টিকা দেওয়া হয়েছে। তবে ১৩০ কোটির দেশে এখনও পর্যন্ত মাত্র ৯ কোটি মানুষের টিকা পাওয়া যথেষ্ট নয়। এখনও পর্যন্ত মাত্র ১.১ কোটি মানুষই করোনার পূর্ণ ডোজ পেয়েছে। অপরদিকে বাকি প্রায় ৮ কোটি মানুষ করোনার প্রথম ডোজ নিয়ে অপেক্ষা করছেন দ্বিতীয় ডোজের জন্য। উল্লেখ্য, ভারতে টিকাকরণ শুরু হয়েছিল ১৬ জানুয়ারি।

শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র

শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত ১০.৮ কোটি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। সেদেশে গতবছর ১৪ ডিসেম্বর শুরু হয়েছিল টিকাকরণ। অপরদিকে যুক্তরাজ্যে এখনও পর্যন্ত মাত্র ৩.২ কোটি মানুষ করোনা টিকা পেয়েছে। সেদেশে টিকাকরণ শুরু হয়েছিল গত বছরের ৮ ডিসেম্বর। এই দুই দেশের থেকে অনেক পরে টিকাকরণ শুরু করেও এগিয়ে যাচ্ছে ভারত। তবে বর্তমানে ২০২০ সালের থেকেও ভয়াবহ পরিস্থিতি দেশে।

ভারতে প্রতিদিন প্রায় ১০ লক্ষ ৭৭ হাজার মানুষ করোনা টিকা পাচ্ছে

ভারতে প্রতিদিন প্রায় ১০ লক্ষ ৭৭ হাজার মানুষ করোনা টিকা পাচ্ছে

দৈনিক হারে ভারতে প্রায় ১০ লক্ষ ৭৭ হাজার মানুষ করোনা টিকা পাচ্ছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যাটা ১৪ লক্ষ ৬৬ হাজার। এপরদিকে যুক্তরাজ্যে এই সংখ্যাটা মাত্র ৩.৬ লক্ষ। এছাড়া ব্রাজিলে দৈনিক প্রায় ২.৮৫ লক্ষ করোনা টিকা দেওয়া হচ্ছে বর্তমানে। তবে এই সব দেশের মধ্যে এখন ভারতেই দৈনিক হার সবথেকে বেশি। দৈনিক লক্ষের গণ্ডি পার করা ভারতকে তাই করোনা টিকাও বাঁচাতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত ভারতের মোট জনসংখ্যার মাত্র ৫.৫ শতাংশ মানুষই করোনা টিকা পেয়েছে।

চলতি সপ্তাহেই দৈনিক সংক্রমণ লাখের গণ্ডি ছাড়ায় ভারতে

চলতি সপ্তাহেই দৈনিক সংক্রমণ লাখের গণ্ডি ছাড়ায় ভারতে

উল্লেখ্য, চলতি সপ্তাহেই দৈনিক সংক্রমণ লাখের গণ্ডি ছাড়ায়৷ তারপর থেকে দৈনিক আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বগামী৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯৷ এটাই এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক আক্রান্তের সংখ্যা৷ গতকাল যা ছিল ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬৷ কিন্তু মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছিল, আক্রান্ত হয়েছিল ৯৬ হাজার ৯৮২ জন৷ এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ২৯ লক্ষ ২৮ হাজার ৫৭৪ জন৷ মোট সক্রিয় আক্রান্ত হয়েছে ৯ লক্ষ ১০ হাজার ৩১৯ জন৷

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৫ জনের

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৫ জনের

কেন্দ্রীয় সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৫ জনের৷ গতকাল যা ছিল ৬৩০৷ এপর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জনের৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে ৫৯ হাজার ২৫৮ জন৷ এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ১৮ লক্ষ ৫১ হাজার ৩৯৩ জন৷

চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র

চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র

দেশে করোনা আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র৷ সেখানে মোট আক্রান্ত ৩১ লক্ষ ৭৩ হাজার ২৬১ জন৷ সুস্থ হয়ে উঠেছে ২৬ লক্ষ ১৩ হাজার ৬২৭৷ দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্ণাটক৷ কেরলে মোট আক্রান্ত ১১ লক্ষ ৪৪ হাজার ৫৯৪ জন৷ সুস্থ হয়ে উঠেছে ১১ লক্ষ ৮ হাজার ৭৮ জন৷ এছাড়া কর্নাটকে মোট আক্রান্ত ১০ লক্ষ ৩৩ হাজার ৫৬০, সুস্থ হয়েছে ৯ লক্ষ ৭১ হাজার ৫৫৬ জন৷

English summary
India with 9 crore jabs running one of the fastest covid vaccination drive, but may not be enough
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X