৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছবে ভারত, তবে মোদী দেওয়া সময়সীমায় নয়, দাবি এসবিআই চেয়ারম্যানের
ভারতের অর্থনীতিক পরিস্থিতি নিয়ে নতুন কথা শোনাল এসবিআইয়ের চেয়ারম্যান রজনীস কুমার। তিনি জানিয়েছে দেশের যে অবস্থা তাতে ভারত ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছবে ঠিকই তবে সেটা ঠিক কবে তা সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। মোদী নির্ধারিত ২০২৪-২৫ আর্থিক বর্ষের সময়সীমায় যে ভারত ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছতে পারবে না সেটা জানিয়ে দিয়েছেন এসবিআইয়ের চেয়ারম্যান।

বণিক সভা ফিকি আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। রজনীস জানিয়েছেন ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছতে গেলে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত জরুরি। তবে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে ভারত যে পৌঁছবে সেটা অসম্ভব নয়। তবে সময়সীমাটা সুনিশ্চিত নয়। কারণ বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ না বাড়লে এই বিপুল অর্থনীতির দেশে পৌঁছনো সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই ঘোষণা করেছিলেন ২০২৫ সালের মধ্যে ভারত ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে যাবে। সেই প্রতিশ্রুতি দেওয়ার পরেই দেশে আর্থিক মন্দা শুরু হয়েছে। এখনও তা সামাল দিতে পারেনি মোদী সরকার।

সেই রেশ ধরেই এসবিআইয়ের চেয়ারম্যান বলেছেন, সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছন সম্ভব নয়। কারণ তার জন্য বেসরকারি ক্ষেত্রে বিপুল পরিমান বিনিয়োগের প্রয়োজন রয়েছে। তার কোনও কিছুই এখনও ঘটেনি বলে জানিয়েছেন তিনি।