
ইদ-উল-আযহা ২০১৮, ভারতে কবে হবে উদযাপন জানাল জামা মসজিদ
ভারতে ২০১৮ সালের ইদ-উল-আযহা বা বকরি ইদ পালিত হবে ২৩ আগস্ট তারিখে। জামা মসজিদের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এই দিনটি মুসলিমরা পালন করে থাকেন ইসলাম ধর্মের নবির আত্মত্যাগকে তুলে ধরতে। তাদের বিশ্বাস ও ভক্তিকে তুলে ধরতে। এই দিনই হজযাত্রাও শেষ হয়।

নবি ইব্রাহিম আল্লার নির্দেশে তাঁর সন্তানকে বলি দিতে উদ্যত হয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করেই এই দিন পশুবলি দেন মুসলিম ধর্মাবলম্বীরা। সেই বলি দেওয়া পশুর মাংস বিলি করা হয় পরিবার ও পরিজনদের মধ্যে। বিলি করা হয় গরীব দুঃখিদের মধ্যেও। কিছু অংশ অবশ্য বাড়িতে রান্না করা হয়।
মুখে মুখ ইদ-উল-আযহা, বকরি ইদ নামেই পরিচিত। এটি আত্মত্যাগের উৎসব। গোটা বিশ্বব্যাপী মুসলিমরা এই দিনে পশু বলি দিয়ে, বিশেষ প্রার্থনা করেন। তারপর থাকে শুভেচ্ছা বিনিময়ের পালা। তবে যেহেতু মুসলিমদের পরব হয় চাঁদের অবস্থান মেনে, তাই দেশ ভেদে পাল্টে যায় এই উৎসবের দিনও।