For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইদ-উল-আযহা ২০১৮, ভারতে কবে হবে উদযাপন জানাল জামা মসজিদ

জামা মসজিদ ঘোষণা করেছে ২০১৮ সালের ঈদ-উল-আধা সারা ভারতে উদযাপন করা হবে ২৩শে আগষ্ট।

Google Oneindia Bengali News

ভারতে ২০১৮ সালের ইদ-উল-আযহা বা বকরি ইদ পালিত হবে ২৩ আগস্ট তারিখে। জামা মসজিদের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এই দিনটি মুসলিমরা পালন করে থাকেন ইসলাম ধর্মের নবির আত্মত্যাগকে তুলে ধরতে। তাদের বিশ্বাস ও ভক্তিকে তুলে ধরতে। এই দিনই হজযাত্রাও শেষ হয়।

 ইদ-উল-আযহা ২০১৮, ভারতে কবে হবে উদযাপন জানাল জামে মসজিদ

নবি ইব্রাহিম আল্লার নির্দেশে তাঁর সন্তানকে বলি দিতে উদ্যত হয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করেই এই দিন পশুবলি দেন মুসলিম ধর্মাবলম্বীরা। সেই বলি দেওয়া পশুর মাংস বিলি করা হয় পরিবার ও পরিজনদের মধ্যে। বিলি করা হয় গরীব দুঃখিদের মধ্যেও। কিছু অংশ অবশ্য বাড়িতে রান্না করা হয়।

মুখে মুখ ইদ-উল-আযহা, বকরি ইদ নামেই পরিচিত। এটি আত্মত্যাগের উৎসব। গোটা বিশ্বব্যাপী মুসলিমরা এই দিনে পশু বলি দিয়ে, বিশেষ প্রার্থনা করেন। তারপর থাকে শুভেচ্ছা বিনিময়ের পালা। তবে যেহেতু মুসলিমদের পরব হয় চাঁদের অবস্থান মেনে, তাই দেশ ভেদে পাল্টে যায় এই উৎসবের দিনও।

English summary
Jama Masjid declared that Eid-ul-Adha 2018 will be celebrated across India on August 23.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X