For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধীজয়ন্তী পালনে মাতোয়ারা দেশ, রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী-র শ্রদ্ধার্ঘ জাতির জনক মহাত্মাকে

দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে গান্ধীজয়ন্তী। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন দোসরা অক্টোবরকে পালনের জন্য উৎসবের শুরু অবশ্য সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছিল।

Google Oneindia Bengali News

দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে গান্ধীজয়ন্তী। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন দোসরা অক্টোবরকে পালনের জন্য উৎসবের শুরু অবশ্য সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছিল। দেশজুড়ে এদিন থেকেই বহুস্থানে গান্ধীজয়ন্তী উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই এই উৎসব পালনর গতি আরও বেড়ে যায়।

মঙ্গলবার সকাল থেকেই দেশজুড়ে গান্ধীজয়ন্তী পালনের একের পর এক ছবি সামনে আসতে থাকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বিভিন্ন স্কুল, কলেজ, ছাত্র-ছাত্রীদের দল, বিভিন্ন কর্পোরেট এবং সরকারি সংস্থা, রাজনীতিবিদরা- সকলেই 'বাপু'-কে শ্রদ্ধা জানান। সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ পায় মহাত্মাকে শ্রদ্ধা জানানোর এইসব ছবি।

রাষ্ট্রপতির শ্রদ্ধার্ঘ

'আসুন আমরা সকলে মহাত্মা গান্ধীর দেখানো শান্তি, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং সবধরনের দেশন্নোয়নে সমর্পণ করি। ' এমনই কথা লিখে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

'আমরা এবার পূজনীয় বাপুর ১৫০তম জন্মবর্ষে প্রবেশ করছি। আমরা সকলে মিলে তাঁর স্বপ্নকে বাস্তবায়িত করে তুলি।' টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজকোটে গান্ধী মিউজিয়াম

৩০ সেপ্টেম্বর মহাত্মা গান্ধীর নামে এই সংগ্রহশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তিনি সেই ছবি টুইট করেন।

রাজঘাটে প্রধানমন্ত্রী

রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজঘাটে রাষ্ট্রপতি

রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, জাতির জনককে জানালেন শ্রদ্ধা।

সমাধিস্থল ঘুরে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থল প্রদক্ষিণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রকাশ পেল ভিডিও।

রাজঘাটে সনিয়া গান্ধী

জাতির জনককে শ্রদ্ধা জানালেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী।

শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী

মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে আজ সকাল সকাল যান রাহুল গান্ধী, শ্রদ্ধা জানান জাতির জনককে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা

মহাত্মা গান্ধীকে টুইট করে শ্রদ্ধা জ্ঞাপন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের।

মুম্বই লাইফ-লাইনের শ্রদ্ধা

মুম্বই লাইফ-লাইনের বেশকিছু ট্রেনকে এভাবেই তিন রঙে রাঙিয়ে তোলা হয়েছে, যার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মহাত্মা গান্ধীর মোটিফ এবং স্লোগান।

মহাত্মাকে শ্রদ্ধা সুরেশ প্রভুর

মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবর্ষে এভাবেই টুইট করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু।

দেবেন্দ্র ফড়নবিসের আরও এক টুইট

'আসুন আমরা মহাত্মার পথে চলি', টুইট করে এমনই আহ্বান জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

ক্রিকেটার মিথালি রাজ-এর টুইট

মহাত্মার দর্শন ও আত্মত্য়াগ নিয়ে এমনই টুইট করলেন ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার মিথালি রাজ।

শ্রদ্ধা জানালেন পীযূষ গোয়েল

মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী-তে টুইটে শ্রদ্ধা জানালেন রেলমন্ত্রী পীষূষ গোয়েল, মুম্বইয়ের চার্চ গেট রেল স্টেশনে এভাবেই তৈরি করা হয়েছে মহাত্মার মূরাল।

রেলের শ্রদ্ধার্ঘ

মহাত্মা গান্ধীর জন্মদিনে টুইট করে শ্রদ্ধা জ্ঞাপন করল ভারতীয় রেল।

স্কুলে গান্ধী জয়ন্তী

তামিলনাড়ু-র একটি স্কুলে এভাবেই পালিত হল গান্ধীজয়ন্তী।

English summary
From President to Prime Minister, Rahul Gandhi to other politicians, corporate, Government Organisations, school, college-all are celebrating GandhiJayanti and all pay their tribute to Mahatama on his birth day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X