For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে জল সঙ্কট মেটাতে এখুনি দরকার আমলাতন্ত্রের ফাঁস আলগা করা, বললেন জল প্রশাসন বিশেষজ্ঞ

ভারতে জলসঙ্কট এখন এক বড় সমস্যা। দেশের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় আসার পরে জলের বিষয়ে একটি বড় পদক্ষেপ নেয়, জল-বিষয়ক বিভিন্ন মন্ত্রক এক ছাতার তলায় এনে।

  • |
Google Oneindia Bengali News

ভারতে জলসঙ্কট এখন এক বড় সমস্যা। দেশের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় আসার পরে জলের বিষয়ে একটি বড় পদক্ষেপ নেয়, জল-বিষয়ক বিভিন্ন মন্ত্রক এক ছাতার তলায় এনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরের লোকসভা নির্বাচনের প্রচারের সময়ে পরিস্রুত জল এবং চাষীদের জন্যে কৃষি সম্পর্কিত জল সরবরাহের কথা ঘোষণা করেছিলেন। এই পদক্ষেপ তারই প্রেক্ষিতে নেওয়া।

ভারতে জল সঙ্কট মেটাতে এখুনি দরকার আমলাতন্ত্রের ফাঁস আলগা করা, বললেন জল প্রশাসন বিশেষজ্ঞ

তবে পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ যথেষ্ট নয়। মিহির শাহ, অর্থনীতিবিদ এবং অধুনা অবলুপ্ত যোজনা কমিশনের প্রাক্তন সদস্য, সম্প্রতি ইন্ডিয়াস্পেন্ডকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন।

অতীতে কেন্দ্রীয় জল কমিশন এবং কেন্দ্রীয় ভূগর্ভস্থ্য জল বোর্ডের পুনর্বিন্যাসের জন্যে বিভিন্ন কমিটির বৈঠকে পৌরোহিত্য করা এবং জাতীয়স্তরে জল-বিষয়ক আইনের খসড়া তৈরী করা মিহিরের এই বিষয়ে সম্যক জ্ঞান রয়েছে।

'জল সংরক্ষণের বিষয়ে বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, পঞ্চায়েতিরাজ ইত্যাদিকে এগিয়ে আসতে হবে'

ভারতে জল সংরক্ষণের বিষয়ে মিহির, যিনি যোজনা কমিশনে ছিলেন তার কনিষ্ঠতম সদস্য হিসেবে, বলেছেন যে ভারতের এক্ষুনি যেটা করা দরকার তা হল "ডি-ব্যুরোক্রেটাইজেশন অফ ওয়াটার" বা আমলাতন্ত্রের ফাঁস থেকে জলকে নিষ্কৃতি দেওয়া। কিভাবে তা হবে, সে পথও বাতলে দিয়েছেন মিহির। বলেছেন, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, পঞ্চায়েতিরাজ এবং শহুরে স্থানীয় শাসনকেন্দ্রের সঙ্গে সমন্বয়সাধন করার মধ্যে দিয়েই জলসঙ্কটের সমস্যা নিরাময় সম্ভব।

ভারতের 'হাইড্রো-সিৎজোফ্রেনিয়া' এক বড় সমস্যা

মিহির এও জানিয়েছেন যে ভারতে জল ব্যবহারের ধরন যে চ্যালেঞ্জটির সবচেয়ে বেশি মুখোমুখি হয় তা হল "হাইড্রো-সিৎজোফ্রেনিয়া" বা জল নিয়ে আমাদের মানসিক সমস্যা। তিনি বলেন ভূগর্ভস্থ্য জল ব্যবহারের নিরিখে ভারত দুনিয়ায় সবার আগে -- মাটির নিচের ১২ শতাংশ জল এই দেশই ব্যবহার করে। মিহিরের বক্তব্য, জল ব্যবহারে ভারতে যে অব্যবস্থা দেখা যায়, তা শোধরানো যায় যদি কেন্দ্রীয় জল কমিশন এবং ভূগর্ভস্থ্য জল কমিশন এক করে জল ব্যবহারের ধরনকে উন্নত করা যায়। শাহের নেতৃত্বাধীন কমিটি এব্যাপারে জাতীয় জল কমিশন গঠন করে জল ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়ার পরামর্শও দেয়।

[আরও পড়ুন: এলাকার বাসিন্দাদের সুবিধার্থে স্বাস্থ্যকেন্দ্র চালু করল মালদা পুরসভা][আরও পড়ুন: এলাকার বাসিন্দাদের সুবিধার্থে স্বাস্থ্যকেন্দ্র চালু করল মালদা পুরসভা]

[আরও পড়ুন: কর্নাটকে আরও ৫ বিদ্রোহীর আবেদন সুপ্রিম কোর্টে! নাটকীয় পরিস্থিতিতে 'ঘরে' ফিরলেন বিধায়ক][আরও পড়ুন: কর্নাটকে আরও ৫ বিদ্রোহীর আবেদন সুপ্রিম কোর্টে! নাটকীয় পরিস্থিতিতে 'ঘরে' ফিরলেন বিধায়ক]

English summary
India water crisis: Country needs to free water from bureaucracy, says expert
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X