For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত একদশকে বিশ্বব্যাঙ্ক থেকে ধার করায় 'ফার্স্ট বয়' ভারত

গত দশ বছরের মধ্যে অন্তত ছয় বছর ভারত বিশ্ব ব্যাঙ্ক থেকে সবচেয়ে বেশি পরিমাণে টাকা ধার করেছে।

  • |
Google Oneindia Bengali News

গত দশ বছরের মধ্যে অন্তত ছয় বছর ভারত বিশ্ব ব্যাঙ্ক থেকে সবচেয়ে বেশি পরিমাণে টাকা ধার করেছে। বিশ্বের সবচেয়ে দ্রুতলয়ে বাড়তে থাকা অর্থনীতিতে পরিকাঠামো উন্নয়নে চাহিদার জন্য একাজ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রাস্তা, বিদ্যুতের পরিকাঠামো উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিপর্যয় মোকাবিলার মতো ক্ষেত্রে ভারতকে বিপুল হারে সাহায্য করা হয়েছে।

গত একদশকে বিশ্বব্যাঙ্ক থেকে ধার করায় ফার্স্ট বয় ভারত

এই সমস্ত খাতেই ভারত সবচেয়ে বেশি সাহায্য নিয়েছে। এছাড়া আবহাওয়ার পরিবর্তনের মতো বিষয়েও ভারত সাহায্য নিয়েছে।

২০১০ সালে সবচেয়ে বেশি ৯.৩ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য নিয়েছিল ভারত। অর্থনৈতিক মন্দা কাটাতেই সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০০৯ সালে ষষ্ঠ স্থান, ২০১২ সালে তৃতীয়, ২০১৩ সালে ষষ্ঠ স্থান ও ২০১৭ সালে দ্বিতীয় স্থান ছাড়া গত দশ বছরে প্রতিবার ভারত বিশ্ব ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়ায় প্রথম স্থানে থেকেছে।

নরেন্দ্র মোদী সরকারের শেষ পাঁচ বছরে ১৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ বিশ্বব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছে। তার আগে ইউপিএ জমানায় পাঁচ বছরে প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য নেওয়া হয়। গড়ে বিশ্বব্যাঙ্ক থেকে শেষ দশ বছরে ৪ বিলিয়ন মার্কিন ডলার করে সাহায্য নিয়েছে ভারত।

যেমন ধরা যাক, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের পর উন্নয়নে বিশ্বব্যাঙ্ক টাকা দিয়েছে। এভাবেই বড় বড় প্রকল্প রূপায়নে ভারত ধার করেছে। সবমিলিয়ে ভারত বিশ্বব্যাঙ্কের সপ্তম সবচেয়ে বড় স্টেকহোল্ডার। ফলে ঋণ পেতেও অনেক সুবিধা হয়েছে।

English summary
India was the largest borrower from World Bank for 3 of last 4 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X