For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

OIC on PoK: পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ইসলামিক দেশগুলির পদক্ষেপ! সতর্ক করল ভারত

কাশ্মীর নিয়ে ভারত অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মহাসচিব হিসান ব্রাহিম ত্বহার বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এছাড়াও ভারতের তরফে হিসান ব্রাহিম ত্বহার পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফরের সমালো

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর নিয়ে ভারত অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মহাসচিব হিসান ব্রাহিম ত্বহার বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এছাড়াও ভারতের তরফে হিসান ব্রাহিম ত্বহার পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফরের সমালোচনা করা হয়েছে।
ভারতের তরফে সতর্ক করে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বিশয়ে কোনও ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

তিনদিনের পিওকে সফরে গিয়েছিলেন ত্বহা

তিনদিনের পিওকে সফরে গিয়েছিলেন ত্বহা

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ত্বহা ১০-১২ ডিসেম্বর এই তিনদিনের সফরে পাক অধিকৃত কাশ্মীর সফরে গিয়েছিলেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল জারদারির আমন্ত্রণে ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়েছিলেন। তিনি বলেছিলেন কাশ্মীর নিয়ে বিরোধের মীমাংসায় তারা একটা রোড ম্যাপ তৈরির চেষ্টা করছেন। তিনি আরও বলেছিলেন, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আলোচনার উপায় খুঁজে বের করা প্রয়োজন। এজন্য ওআইসি পাকিস্তান এবং অন্য দেশগুলির আলোচনায় একটি পরিকল্পনা করছেন। তিনি পিওকের প্রতি তাদের সংগঠনের সহানুভূতি ও প্রকাশ করেন।
সংবাগ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওআইসির মহাসচিব হিসান ব্রাহিম ত্বহার সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাষ্ট্রপতি সুলতান মাহমুদ, প্রধানমন্ত্রী সর্গার তানভীর ইলিয়াস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহবাদ শরিফ উপস্থিত ছিলেন। পিওকের রাষ্ট্রপতি কাশ্মীর নিয়ে বিরোধকে আঞ্চলিক বিরোধ হিসেবে মানতে অস্বীকার করেন।

জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ

জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ

এদিন ভারতের বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচি ওয়াইসির মন্তব্যকে কটাক্ষ করেছেন। তিনি জম্মু ও কাশ্মীর নিয়ে ওআইসির মহাসচিব হিসান ব্রাহিম ত্বহার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেখানে অন্য কোনও দেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

ওআইসি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে

ওআইসি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন ইতিমধ্যেই নিজেদেরকে চরম সাম্প্রদায়িক এবং পক্ষপাতমূলক সংগঠন হিসেবে পরিচয় দিয়েছে। এই সংগঠন তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেছেন, ভারত আশা করে ওআইসির মহাসচিব নিজেকে পাকিস্তানের অংশীদার হওয়া থেকে বাদ রাখবেন।
তবে ওআইসি শুধু এবারেই নয়, গত অক্টোবরে এক বিবৃতি দিয়ে জম্মু ও কাশ্মীরে ফের ৩৭০ ধারা জারির দাবি করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। ওআইসির কোনও মন্তব্যের পিছনে পাকিস্তানের হাত থাকার অভিযোগ ভারত বারে বারে করে এসেছে।

ওআইসির পরিচিতি

ওআইসির পরিচিতি

বিশ্বের ৫৭ টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিয়ে ওআইসি গঠিত হয়েছে। এই সংগঠনে সৌদি আরব এবং তাদের সহযোগী দেশগুলির আধিপত্য রয়েছে। এছাড়া ওআইসির সদর দফতরও সৌদি আরবের জেড্ডায় অবস্থিত। এই সংগঠনে যোগদানের শর্ত হল, শুধুমাত্র ইসলামী দেশগুলি যোগ দিতে পারবে। আন্তর্জাতিত শান্তি ও সম্প্রীতির মাধ্যমে মুসলিমদের রক্ষা করা এই সংগঠনের উদ্দেশ্য।

CPIM: দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ! জঙ্গলমহলে বিক্ষোভ-ডেপুটেশনে আন্দোলন তীব্র সিপিআইএমেরCPIM: দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ! জঙ্গলমহলে বিক্ষোভ-ডেপুটেশনে আন্দোলন তীব্র সিপিআইএমের

English summary
India warns Organisation of Islamic Cooperation for their comments and visit on Pok
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X