For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনৈতিক জীবনের ৪০ বছর পূর্তিতে মমতাই হবেন প্রধানমন্ত্রী! ২০২৪-এর লক্ষ্যে প্রচারে নয়া পদক্ষেপ তৃণমূলের

দিল্লির নির্বাচন এখনও অনেক বাকি। ২০২২-এর মে মাস চলছে, ঠিক দুবছর পরে ২০২৪-এর মে মাসের আশপাশের কোনও এক সময়ে দেশের সাধারণ নির্বাচনের (General election) সম্ভাবনা। ওই নির্বাচনে বিজেপির (bjp) তরফে ফের নরেন্দ্র মোদীই (nare

  • |
Google Oneindia Bengali News

দিল্লির নির্বাচন এখনও অনেক বাকি। ২০২২-এর মে মাস চলছে, ঠিক দুবছর পরে ২০২৪-এর মে মাসের আশপাশের কোনও এক সময়ে দেশের সাধারণ নির্বাচনের (General election) সম্ভাবনা। ওই নির্বাচনে বিজেপির (bjp) তরফে ফের নরেন্দ্র মোদীই (narendra modi) যে প্রার্থী হতে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে বিরোধী শিবির এখনও অগোছালো। প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, কিংবা কাউকে সামনে রেখে লড়াই করা হবে কিনা তা এখনও ঠিক করে উঠতে পারেনি বিরোধী শিবির। তবে তৃণমূল (trinamool congress) এব্যাপারে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) নাম এগিয়ে রেখেছে।

ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি

ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি

২০২১-এ বিজেপির তীব্র প্রচারের সামনে তৃণমূলের প্রচার ছিল বাংলা তার নিজের মেয়েকেই চায়। যেখানে সাফল্য পায় তৃণমূল। এবার ২০২৪-এর সাধারণ নির্বাচনের অনেক আগেই তৃণমূল প্রচার শুরু করে দিয়েছে। সেই প্রচারের ক্যাপশন হল 'ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি'। যার বাংলায় অর্থ হল ভারত মমতাদিকে চায়। ২০২৪-এর লক্ষে তৃণমূল এনিয়ে ডিজিটাল প্রচার শুরু করেছে। তৃণমূলের আশা এই স্লোগানেই তারা সারা দেশের জনগণের কাছে পৌঁছে যেতে পারবে এবং তাঁদের আস্থা অর্জন করবে। উল্লেখ্য যে ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনের ৪০ বছর পূর্ণ করবেন। সেই সময়ের লক্ষ্যেই তৃণমূল তাঁকে প্রধানমন্ত্রী করতে বিষয়টিকে পুরো দেশের সামনে নিয়ে যেতে চায়।

এবার দিল্লিতে মা-মাটি-মানুষের সরকার

এবার দিল্লিতে মা-মাটি-মানুষের সরকার

২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে তৃণমূলের প্রচারে মা-মাটি-মানুষ লেখা কোনও না কোনও ভাবে থাকত। তৃণমূল সুপ্রিমো বলে থাকেন, তাঁর সরকার মা-মাটি-মানুষের সরকার। এবার সেই তিনটি কথাই সারা ভারতে নিয়ে যাচ্ছে তৃণমূল। তারা বলছে এবার দিল্লিতে মা-মাটি-মানুষের সরকার।

দেশের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী

দেশের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী

গয় শতাব্দীর নয়ের দশকের শেষের দিকে বাঙালি হিসেবে জ্যোতি বসুর প্রধানমন্ত্রীত্বের আসনে বসার সুযোগ এসেছিল। তবে ভোটের আগে নয়, ভোটের পরে তৃতীয় ফ্রন্টের বিভিন্ন সঙ্গীরাও এই প্রস্তাব রেখেছিলেন। শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে তৃণমূল ভোটের আগে প্রচারে বলছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী করতে জনমতকে শক্তিশালী করতে হবে। তবে এব্যাপারে বিরোধীরা কটাক্ষের সুরে বলছেন, বাংলার বাইরে কোনও রাজ্যেই তৃণমূলের শক্তি নেই। আর যদি ধরেও নেওয়া যায় তৃণমূল রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ৪২ টি পেল, তাহলেও বাকি সব রাজ্য কিংবা সেখানকার আঞ্চলিক দলগুলি কি মানবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে?

চালু করা হয়েছে নতুন ওয়েবসাইট

তৃণমূল এই প্রচার অভিযানে গতি আনতে Indiawantsmamatadi.com নামে নতুন ওয়েবসাইট চালু করেছে। লক্ষ্য হল মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা এবং তাঁর মন্তব্য সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। এনিয়ে তারা একটি টুইটার অ্যাকাউন্টও চালু করেছে।
ওয়েবসাইটে বলা হয়েছে, প্রত্যেক ভারতীয় সুশাসনে থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষে তার গণমুখী নীতিগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা পৌঁছতে পারে ৪৭ ডিগ্রিতে! দিল্লিতে কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরেরতীব্র তাপপ্রবাহে তাপমাত্রা পৌঁছতে পারে ৪৭ ডিগ্রিতে! দিল্লিতে কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের

English summary
India wants mamatadi, TMC has started digital campaign to make Mamata Banerjee as PM in 2024
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X