For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় পশু বেছে নিতে এবার ভোট দিচ্ছে ভারত !

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২০ এপ্রিল : সেই ১৯৭২ সাল থেকে ভারতের জাতীয় পশু বাঘ। জাতীয় পশুর তকমা এবার বাঘের থেকে কেড়ে বনের রাজা সিংহকে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। সিংহ নিয়ে যে মোদী সরকারের বাড়তি ভাললাগা রয়েছে তা তো 'মেক ইন ইন্ডিয়া'-এক চিহ্ন দেখলেই বোঝা যায়। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই 'মেক ইন ইন্ডিয়া' প্রয়াসের সূচনা করেছিলেন।[বাঘকে সরিয়ে সিংহকে জাতীয় পশুর মর্যাদা কেন্দ্রের!]

তবে সরকারের এই জাতীয় পশু হঠাৎ করে বদলে দেওয়ার বিরোধিতা করছেন বন্য জীবন নিয়ে কাজ করা সমাজকর্মী। তাদের কথায় এটা অগণতান্ত্রিক পদক্ষেপ। তারা চান ভারতের আম জনতাই বেছে নিক তাঁদের জাতীয় পশু। আর তাদের দাবি মেনেই এবার তাই কেন্দ্রীয় সরকার একটি প্রতিযোগিতার ঘোষণা করেছেন।

জাতীয় পশু বেছে নিতে এবার ভোট দিচ্ছে ভারত !

প্রতিযোগিতা নাম রাখা হয়েছে 'ইন্ডিয়াস গট গ্যালেন্ট' (আইজিজি)। প্রতিযোগিতাক মনোনয়নে রয়েছে, সিংহ, বাঘ, কুকুর, ইঁদুর, কচ্ছপ, বাদুর, ব্যাঙ, হাতি এবং খরগোশ। যে ভারতীয় নাগরিকদের ভোটার কার্ড রয়েছে তারাই কেবল নিজের পছন্দের পশুর জন্য ভোট দিতে পারবেন। গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। তারপর থেকেই অবশ্য এসএমএস, ফোন কল, ইমেলের বন্যা শুরু হয়েছে।

কিন্তু এই ভোট ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। অনেকেই এই ভোট পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নন। সরকারি আধিকারিকদের কথায়, "বহু ফোন আসছে, কেউ বলছেন রাহুল গান্ধীকে ভোট দিতে চাই, কেই বলছেন বাবা রামদেবকে। তাদের বোঝাতে গেলে তারা ভাবছেন আমরা দুর্নীতিগ্রস্ত এবং ইচ্ছাকৃতভাবে তাদের মতদান আমরা নিচ্ছি না।"

এখন সরকারি আধিকারিকদের কাছে বড় চ্যালেঞ্জ কীভাবে সাধারণ মানুষকে এই নয়া ভোট সম্পর্কে সচেতন করবে।

English summary
India votes for a new national animal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X