For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রক্ষামন্ত্রী Sergei Shoigu-এর সঙ্গে কথা রাজনাথের! Dirty Bomb নিয়ে বার্তা রাশিয়ার

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে সংঘাত ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে। এমনকি ক্রমশ পরমাণু হামলার আশঙ্কাও বাড়ছে। আর এই অবস্থায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সঙ্গে কথা বললেন রাশিয়ান রক্ষামন্ত্রী Sergei Shoigu।

  • |
Google Oneindia Bengali News

Sergei Shoigu-Rajnath Singh Conversation: রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে সংঘাত ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে। এমনকি ক্রমশ পরমাণু হামলার আশঙ্কাও বাড়ছে। আর এই অবস্থায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সঙ্গে কথা বললেন রাশিয়ান রক্ষামন্ত্রী Sergei Shoigu।

বেশ কিছুক্ষণ তাদের মধ্যে একাধিক ইস্যুতে কথা হয়। এমনকি এই ফোনালাপে রাজনাথ সিংকে সাম্প্রতিক ইউক্রেন অবস্থার কথা জানান স্যাগুই। এমনকি Dirty Bomb-এর ব্যবহার নিয়েও এই ফোনালাপে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শুধু তাই নয়, আমেরিকা, ইংল্যান্ড, তুরস্ক প্রভৃতি দেশগুলিকেও কার্যত Dirty Bomb নিয়ে সতর্ক করে দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

Shoigu-এর মধ্যে ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ

Shoigu-এর মধ্যে ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ

তবে রাশিয়া এবং ইউক্রন যুদ্ধ নিয়ে বারবার মুখ খুলেছে ভারত। এমনকি যুদ্ধের রাস্তা থেকে সরে কূটনৈতিক আলোচনাস্তরে সমস্যা মেটানোর কথা বলে এসেছেন প্রধানমন্ত্রী। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বার্তাতে ফের একই কথা তুলে ধরেছেন রাজনাথ সিং। এমনকি পরমাণু হামলা নিয়ে কোনও পক্ষের উচিৎ নয় ভাবা। এমনটাও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে জানিয়েছেন রাজনাথ সিং। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন উত্তাল বিশ্ব সেই সময়ে রাজনাথ এবং Sergei Shoigu-এর মধ্যে ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা-

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা-

রাজনাথ সিং এই ফোনালাপে পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে সতর্ক করেছেন। বলেছেন, এমন পারমাণবিক বা রেডিওলজিক্যাল অস্ত্র ব্যবহারের মানবতার বিরোধী। অন্যদিকে ইউক্রেনের বর্তমান অবস্থা নিয়ে রাজনাথ সিংকে তথ্য দেন Sergei Shoigu। পাশাপাশি একাধিক ইস্যুতেই দুই প্রতিরক্ষামন্ত্রীর কথা হয় বলে খবর। এমনকি প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও কথা হয়েছে বলে খবর।

সাবধান করেছে ভারত-

সাবধান করেছে ভারত-

নতুন করে ইউক্রেনের উপর আঘাত বাড়িয়েছে মস্কো। এই অবস্থায় সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক করে গত কয়েকদিন আগেই অ্যাডভাইজারি জারি করে ভারত। ভারতীয় নাগরিক যারা এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন তাঁদের দ্রুত সে দেশ ছাড়তে বলা হয়েছে। এবং নিরাপদে থাকার কথাও বলা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। আর এরপরেই এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এর আগে একাধিকবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হয়েছে মোদীর।

English summary
India urges Russia, Ukraine that nuclear war should be avoided at all cost
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X