For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে আর্থিক সংস্কার জরুরি, মোদী সরকারের ওপর চাপ বাড়াল আইএমএফ

ভারতে পরিকাঠামোগত এবং আর্থিক সংস্কার জরুরি। এমনটাই মনে করে আন্তর্জাতিক আর্থিক ঋণদানকারী সংস্থা আইএমএফ। এছাড়াও ভারতে মিড টার্ম ফিসকাল কনসলিডেশন স্ট্র্যাটেজিও জরুরি বলে মনে করে আইএমএফ।

  • |
Google Oneindia Bengali News

ভারতে পরিকাঠামোগত এবং আর্থিক সংস্কার জরুরি। এমনটাই মনে করে আন্তর্জাতিক আর্থিক ঋণদানকারী সংস্থা আইএমএফ। এছাড়াও ভারতে মিড টার্ম ফিসকাল কনসলিডেশন স্ট্র্যাটেজিও জরুরি বলে মনে করে আইএমএফ। কেননা ভারতের ওপর বাড়ছে ঋণের চাপ।

বাজেট নিয়ে আইএমএফ

বাজেট নিয়ে আইএমএফ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল আইএফএফ-এর মুখপত্র গেরি রাইসকে। তিনি বলেন, বাজেটে বিভিন্ন সেক্টরকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তবে সেখানে পরিকাঠামোগত এবং আর্থিক সংস্কার জরুরি। মন্তব্য করেছেন তিনি।

ভারতের আর্থিক পরিস্থিতি খারাপ

ভারতের আর্থিক পরিস্থিতি খারাপ

আইএমএফ-এর মুখপত্র বলেছেন, ভারতের আর্থিক পরিস্থিতি নিয়ে আইএমএফ আগে যা মন্তব্য করেছিল, তার থেকেও খারাপ। এই বছরের জন্য আরও উপযুক্ত আর্থিক পদক্ষেপ জরুরি বলেও মন্তব্য করে হয়েছে।

জানুয়ারিতে আর্থিক রিপোর্ট আইএমএফ-এর

জানুয়ারিতে আর্থিক রিপোর্ট আইএমএফ-এর

জানুয়ারিতে আইএমএফ ভারতের আর্থিক বৃদ্ধিকে কম করে দেখিয়েছিল। সেখানে বলা হয়েছিল আর্থিক বৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ। সেই সময় বলা হয়েছিল ভারতের অর্থনীতি ঝিমিয়ে পড়েছে। তবে তাকে রিসেশন বলা যায় না।

জিএসটি, নোটবন্দি নিয়ে মধ্যপন্থা

জিএসটি, নোটবন্দি নিয়ে মধ্যপন্থা

দেশের আর্থিক মন্দার জন্য জিএসটি এবং নোটবন্দিকে দায়ী করেছিলেন আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভিয়া। আবার এইদুটি পদক্ষেপকে তিনি ক্ষতিকারক বলতে রাজি হননি। দীর্ঘ মেয়াদে দুটি পদক্ষেপ উপকারী হিসেবে প্রমাণিত হবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি।

English summary
India urgently needs structural and financial reforms, says IMF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X