For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ ইস্যুতে চিনের মিথ্যা ফাঁস ভারতে! প্যাংগংয়ে ড্রাগন বাহিনীর গতিবিধি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

Google Oneindia Bengali News

মিথ্যে কথা বলা ও প্রতিশ্রুতি দেওয়া যেন চিনের অভ্যাস। লাদাখে সেনা প্রত্যাহার নিয়ে ভারতে কড়া বার্তার পর ফের সেনা প্রত্যাহার নিয়ে সদার্থক বাণী শুনিয়ে বেজিংয়ের তরফে বলা হয়, বেশির ভাগ জায়গা থেকে সেনা প্রত্যাহার করেছে চিন। পরবর্তী আলোচনার পর বাকি বিবাদমূলক স্থান থেকেও সেনা প্রত্যাহার করা হবে। তবে চিনের এই দাবি যে পুরোপুরি মিথ্যা তা সঙ্গে সঙ্গে চিনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারত।

ডিসএঙ্গেজমেন্ট নিয়ে চিনের দাবি

ডিসএঙ্গেজমেন্ট নিয়ে চিনের দাবি

মঙ্গলবার একটি বিশেষ সাংবাদিক বৈঠকে একথা জানান চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। এদিকে গত ১৫ই জুন দুই দেশের জওয়ানদের মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ের পর দুই দেশই জানিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা একাধিক পদক্ষেপের কথা ভাবছে। দুই দেশের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের পর বারংবার ডিসএনগেজমেন্টের কথা বলা হলেও চিনের দিক থেকে বিশেষ গতিবিধি নজরে পড়েনি বলেই জানাচ্ছে ওয়াকিবহাল মহল।

প্যাংগংয়ে চিনা আস্ফালন

প্যাংগংয়ে চিনা আস্ফালন

তবে আসল কথা, হটস্প্রিং থেকে সরে গেলেও নাছোড়বান্দা চিন এখনও অবস্থান করছে প্যাংগংয়ে। লাদাখে ভারত-চিন উত্তেজনা কমার কোনও নাম নেই। যেই প্যাংগং সো নিয়ে এত বিতর্ক, সেখানে চিনা সেনারা ফিঙ্গার ৫ এ ফিরে এসেছিল, তবে তারা এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে আঙুলের ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও।

আকসাই চিনে ৫০ হাজার সেনা

আকসাই চিনে ৫০ হাজার সেনা

তবে এরই মধ্যে আকসাই চিন এলাকায় পিএলএ-র তরফে ৫০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। আর সেই হুমকি রুখতেই ভীষ্ম টি৯০ ট্যাঙ্কের এর একটি স্কোড্রন, অর্থাৎ ১২টি ট্যাঙ্ক সেখানকার সীমান্ত রক্ষার লক্ষ্যে মোতায়েন করার সিদ্ধান্ত নেয় সেনা। এছাড়া ৪০০০ জন সৈনিকের একটি আস্ত ব্রিগেডও সেখানে ডিবিওতে মোতায়েন করেছে ভারত।

চিনের তিন দফায় সেনা সরানোর প্রক্রিয়া

চিনের তিন দফায় সেনা সরানোর প্রক্রিয়া

উত্তেজনা প্রশমনের জন্য সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলছিল লাদাখে। চিনের তিন দফায় সেনা সরানোর প্রক্রিয়ার উপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। কোনও ভাবে যদি চিন সেই চুক্তি লঙ্ঘন করে তাহলে ভারতও থমকে যাবে। সেনা প্রত্যাহারের চুক্তি যাতে কোনও ভাবে লঙ্ঘন না করা হয় সেদিকে নজর রাখছে ভারতীয় সেনা। এর জন্য দিনের পাশাপাশি রাতেও বায়ুসেনার বিমান এবং চিনুক ও অ্যাপাচে হেলিকপ্টর টহল দিচ্ছে লাদাখের সীমান্ত জুড়ে।

প্যাংগং বিতর্ক

প্যাংগং বিতর্ক

যেই প্যাংগং সো নিয়ে এত বিতর্ক, সেখানে চিনা সেনারা ফিঙ্গার ৫ এ ফিরে এসেছিল, তবে তারা এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে আঙুলের ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও। যদিও বর্তমানে চিনের দাবি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর গালওয়ান উপত্যকা,প্যাংগং লেক থেকেও সেনা প্রত্যাহার করেছে লালফৌজ। পাশাপাশি আগামী আর্থাৎ পঞ্চমদফার সামরিক বৈঠকের জন্যই প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। মঙ্গলবার এমনটা জানান চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।

টহলদারী সীমান্ত নিয়ে বিবাদ

টহলদারী সীমান্ত নিয়ে বিবাদ

টহলদারী সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ভারত বিশ্বাস করে 'ফিঙ্গার ১' থেকে 'ফিঙ্গার ৮' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চিন মনে করে যে 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই। ১৫ জুন, এই 'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। পরে উভয় পক্ষের সীমানা যেখানে কয়েক হাজার ভারতীয় সৈন্যকে কাঁটাতারের সাথে জড়িত লাঠির মতো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। 'ফিঙ্গার ৪'-এ এই জন্যেই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছিল চিন যাতে ভারতীয় সেনারা আর 'ফিঙ্গার ৮' এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়।

<strong>দীর্ঘ প্রতীক্ষার অবসান, ইতিহাস তৈরি করে ভারতে অবতরণ রাফালের! শিহরিত গোটা দেশ</strong>দীর্ঘ প্রতীক্ষার অবসান, ইতিহাস তৈরি করে ভারতে অবতরণ রাফালের! শিহরিত গোটা দেশ

English summary
India unmasks China's claim of disengagement in Ladakh as PLA still building up in Pangong, Gogra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X