For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্ডিয়া টিভি সমীক্ষায় কোন কোন রাজ্যে কারা আসবে ক্ষমতায়

কোন রাজ্যে কেমন হতে পারে ফলাফল, দেখে নেওয়া যাক কী বলছে ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষা।

  • |
Google Oneindia Bengali News

ইন্ডিয়া টিভির সমীক্ষায় দেখা যাচ্ছে কোনও রাজ্য়ে বিজেপি ক্ষমতায় আসার ইঙ্গিত, তো কোথাও ক্ষমতা চলে যাচ্ছে কংগ্রেসের হাতে। আবার কোথাও রাজ্যের শাসক দল ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত দিয়েছে। কেমন হতে পারে বড় দলগুলির ফল তার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। কোন রাজ্যে কেমন হতে পারে বিধানসভার ফলাফল, দেখে নেওয়া যাক কী বলছে বুথ ফেরত সমীক্ষা।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

২৩০ আসনের মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে ১২২-১৩০টি আসন। কংগ্রেস পেতে পারে ৮৬-৯২টি আসন। বিএসপি পেতে পারে ০৪-০৮টি আসন ও অন্যান্যরা পেতে পারে ০৮-১০টি আসন।

ছত্তিশগড়

ছত্তিশগড়

৯০ আসনের ছত্তিশগড়ে বিজেপি পেতে পারে ৪২-৫০টি আসন। কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা রয়েছে ৩২-৩৮টি আসন। জনতা কংগ্রেস ও বিএসপি জোট পেতে পারে ০৬-০৮টি ভোট ও অন্যান্যরা পেতে পারে ০১-০৩টি ভোট।

রাজস্থান

রাজস্থান

রাজস্থানে মোট ২০০টি আসনের মধ্যে বিজেপির ভাগ্যে জুটতে পারে ৮০-৯০টি আসন। কংগ্রেস পেতে পারে ১০০-১১০টি আসন। বিএসপি পেতে পারে ০১-০৩টি আসন। আর অন্যান্যরা পেতে পারে ০৬-০৮টি আসন।

তেলাঙ্গানা

তেলাঙ্গানা

তেলাঙ্গানায় ১১৯টি আসনের মধ্যে তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ৬২-৭০টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৩২-৩৮টি আসন। বিজেপি পেতে পারে ৬-৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ১-৩টি আসন।

English summary
India TV Exit Poll results of Rajasthan, Madhya Pradesh, Telangana and Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X