For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচনে তৃণমূল কটি আসন পাবে! বাম-বিজেপি-কং এর ভাগ্যেই বা কী রয়েছে

আসন্ন লোকসভা নির্বাচন নিঃসন্দেহে বেশ জটিল সমীকরণের মধ্যে দিয়ে হতে চলেছে সন্দেহ নেই। কোনও একটি দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গড়বে, এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন লোকসভা নির্বাচন নিঃসন্দেহে বেশ জটিল সমীকরণের মধ্যে দিয়ে হতে চলেছে সন্দেহ নেই। কোনও একটি দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গড়বে, এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিজেপি বা কংগ্রেস দুই দলকেই কেন্দ্রে সরকার গড়তে গেলে সহযোগী দলগুলির সাহায্য প্রয়োজন হবে। ২০১৪ সালে বিজেপি একার নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার পরিস্থিতি ততটা সহজ নয়। এছাড়া আঞ্চলিক দলগুলির শক্তিও বেড়েছে অনেকটাই।

শক্তিশালী অবস্থান আঞ্চলিক দলগুলির

শক্তিশালী অবস্থান আঞ্চলিক দলগুলির

কেন্দ্রে সরকার গড়তে না পারলেও আঞ্চলিক দলগুলি নিজের নিজের রাজ্যে বেশ শক্তিশালী। আর সেটাই বড় বাধা হয়ে উঠেছে ইউপিও ও এনডিএ জোটের কাছে, কেন্দ্র সরকার গঠনের ক্ষেত্রে। অন্ধ্রপ্রদেশে টিডিপি, তেলাঙ্গানায় টিআরএস, ওড়িশায় বিজেডি যেমন শক্তিশালী, তেমনই পশ্চিমবঙ্গে প্রায় একচ্ছত্রভাবে শাসন করে চলেছে তৃণমূল কংগ্রেস।

রাজ্যে কে কটি আসন পাবে

রাজ্যে কে কটি আসন পাবে

ইন্ডিয়া টিভির সমীক্ষা বলছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেতে চলেছে ২৬টি আসন। বিজেপি দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে পেতে চলেছে ১০টি আসন। কংগ্রেস ২টি ও বামফ্রন্ট ৪টি আসন পেতে চলেছে।

বাড়ছে বিজেপি

বাড়ছে বিজেপি

যার অর্থ, ফের একবার রাজ্যে সংখ্যাগরিষ্ঠ আসন তৃণমূলের দখলে আসতে চলেছে। তবে আসন সংখ্যা ৩৪ থেকে কমতে চলেছে। এদিকে বিজেপির বড় লাভ হতে চলেছে। ২০১৪ সালে পাওয়া ২টি আসন থেকে বেড়ে ১০টিতে পৌঁছতে চলেছে গেরুয়া শিবির। কংগ্রেসের ৪ থেকে কমে ২টি ও বামেদের ২ থেকে বেড়ে ৪টি আসন হতে চলেছে।

সারা দেশের ফল

সারা দেশের ফল

প্রসঙ্গত, ইন্ডিয়া টিভির সমীক্ষা ফলাফল বলছে, এখুনি ভোট হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৫৪৩ আসনের লোকসভায় ২৭২টি আসনের ম্যাজিক ফিগার থেকে ১৫টি আসন কম পেতে পারে। দেখা যাচ্ছে, এনডিএ ২৫৭টি আসন পেতে পারে। কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ (সপা ও বসপা বাদে) ১৪৬টি আসন পেতে পারে।

English summary
India TV- CNX survey on West Bengal says TMC to get majority seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X