For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়খণ্ডে গোহারা হবে বিজেপি! ‘ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা একনজরে

মহারাষ্ট্র-হরিয়ানার পর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। ঝাড়খণ্ড বিধানসভা হাতছাড়া হতে পারে বিজেপির, এমনই অভিমত দিয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র-হরিয়ানার পর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। ঝাড়খণ্ড বিধানসভা হাতছাড়া হতে পারে বিজেপির, এমনই অভিমত দিয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা। তার মধ্যে ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা ইঙ্গিত দিয়েছে কংগ্রেস-জেএমএম জোট সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এবার ক্ষমতায় ফিরতে চলেছে ঝাড়খণ্ডে।

বিজেপি

বিজেপি

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে, দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরা হচ্ছেন রঘুবর দাসের। ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিজেপি ঝাড়খণ্ডে ২২ থেকে ৩২টি আসন পেতে পারে। অর্থাৎ সর্বোচ্চ ৩২টি এবং খারাপ ফল হলে ২২টি পেতে পারে বিজেপি। সেক্ষেত্রে বিজেপি ম্যাজিক ফিগার থেকে অনেক দূরে থমকে যাবে গেরুয়া শিবির।

কংগ্রেস

কংগ্রেস

ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী কংগ্রেস, জেএমএম ও আরজেডির জোট ক্ষমতায ফিরতে চলেছে ঝাড়খণ্ডে। কংগ্রেসের জোট সর্বোচ্চ ৫০টি আস পেতে পারে এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী। খারাপ ফল করলে বিজেপি বিরোধী মহাজোট পেতে পারে ৩৮টি আসন। সেক্ষেত্রে ম্যাজিক ফিগারের থেকে তিনটি আসন দূরেই থেমে যেতে হবে কংগ্রেস জোটকে। কিন্তু বড় শক্তি হিসেবে উঠে আসবে কংগ্রেসই।

এজেএসইউ ও অন্যান্য

এজেএসইউ ও অন্যান্য

এজেএসইউ এখানে বিজেপির সঙ্গ ছেড়ে একক লড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা এবার ৩ থেকে ৫টি আসন পেতে পারে। প্রায় গতবারের মতোই আসন দখলে রাখতে পারে তারা। ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী জেভিএম পেতে পারে২থেকে ৪টি আসন। অন্যান্যরা পেতে পারে ৪ থেকে ৭টি আসন।

গতবারের ফল

গতবারের ফল

ঝাড়খণ্ড বিধানসভায় গতবারের ফল গিয়েছিল বিজেপির পক্ষে। ৮১ আসন বিশিষ্ট বিধানসভায় ৫৭টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি। কংগ্রেস-জোট পেয়েছিল মাত্র ১৮টি আসন। আর বিজেপির এক সঙ্গী এজেএসইউ পেয়েছিল ৬টি আসন। অন্যান্যরা কোনও আসন দখল করতে পারেননি।

নাগরিকত্ব আইন ইস্যুতে হিংসার ঘটনায় রাজ্যের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব হাইকোর্টেরনাগরিকত্ব আইন ইস্যুতে হিংসার ঘটনায় রাজ্যের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব হাইকোর্টের

English summary
India today-My axis India’s exit poll shows BJP can lose Jharkhand Assembly. Congress alliance can regain the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X