For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসকে উড়িয়ে তেলেঙ্গানায় বিপুল জয়ের পথে শাসক! ইঙ্গিত ইন্ডিয়া টুডের সমীক্ষায়

তেলেঙ্গানায় এবার আগাম ভোটের বাদ্যি বেজেছিল। ২০১৯ লোকসভার আগে তেলেঙ্গানায় জনমত জানতে গিয়ে বিধানসভা ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কেসি রাও।

  • |
Google Oneindia Bengali News

তেলেঙ্গানায় এবার আগাম ভোটের বাদ্যি বেজেছিল। ২০১৯ লোকসভার আগে তেলেঙ্গানায় জনমত জানতে গিয়ে বিধানসভা ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কেসি রাও। শুক্রবার বিধানসভা ভোট পর্ব মিটল। তারপরই বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত স্পষ্ট হল। ইন্ডিয়া টুডে -মাই অ্যাক্সিসের সমীক্ষা অনুযায়ী টিআরএসই এবার ক্ষমতায় ফিরতে চলেছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

ম্যাজিক ফিগারের ধারেকাছেও নেই কংগ্রেস

ম্যাজিক ফিগারের ধারেকাছেও নেই কংগ্রেস

ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের সমীক্ষা অনুযায়ী এবারও কংগ্রেসের কাছে অধরা রয়ে যাবে তেলেঙ্গানার কুর্সি। চন্দ্রবাবু নাইডুর টিডিপির সঙ্গে জোট করেও ৩৩-এ থমকে যাবে কংগ্রেসের আসন প্রাপ্তি। ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে মাত্র ২১ থেকে ৩৩টি আসন। তেলেঙ্গানায় ম্যাজিক ফিগার ৬০। ১১৯ আসনের এই লড়াইয়ে কংগ্রেস এবারও লড়াই দিয়ে পারবে না টিআরএসকে।

কুর্সিতে এবারও চন্দ্রশেখর রাও

কুর্সিতে এবারও চন্দ্রশেখর রাও

তেলেঙ্গানায় এবারও কুর্সি ধরে রাখতে চলেছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস। চন্দ্রশেখর রাওয়ের দল এবার ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী ৭৯ থেকে ৯১টি আসন পেতে পরে। ফলে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া উড়িয়ে কেসি রাওয় বিপুলভাবে জিতে ক্ষমতা দখলের ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষা।

টিআরএস ঝড়ে ফ্যাক্টর নয় ‘অন্য’রা

টিআরএস ঝড়ে ফ্যাক্টর নয় ‘অন্য’রা

ইন্ডিয়া টুডে ও মাই অ্যাক্সিসের সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় এবার ক্ষমতা ধরে রাখতে চলেছে টিআরএস। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১ থেকে তিনটি আসন।আর অন্যান্য ৪ থেকে ৭টি। এখানে অন্য শক্তি সে অর্থে নেই। দুই মূল প্রতিদ্বন্দ্বী টিআরএস ও কংগ্রেস। কংগ্রেস জোট গড়েও এবার টিআরএসকে টেক্কা দিতে পারবে না বলেই ইন্ডিয়া টুডের সমীক্ষায় ইঙ্গিত।

গতবার ফলের নিরিখে বিশ্লেষণ

গতবার ফলের নিরিখে বিশ্লেষণ

গতবার তেলেঙ্গানায় ৬৩টি আসনে জয়লাভ করেছিল টিআরএস। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন টিডিপি জিতেছিল ১৫টি আসনে। এবার তারা মিলিত হয়েও ৩৬টি আসন পাবে না বলে সমীক্ষায় ইঙ্গিত। আরও শক্তি বাড়িয়ে টিআরএস ৭৯ থেকে ৯১টি আসনে জিততে পারে এখানে। ফলে কংগ্রেস এই রাজ্যে শাসক দলের কাছে ধাক্কা খেতে চলেছে।

English summary
vTRS can defeat Congress in Telangana Assembly election according to India Today-My Axis exit poll. India Today-My Axis clears the win of TRS in Telangana,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X