For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখন কেন্দ্রে ভোট হলে বিজেপিই কি ক্ষমতাসীন, ইন্ডিয়া টুডের সমীক্ষায় উঠে এল যে সম্ভাবনা

দেশে সাধারণ নির্বাচন হয়েছে, দুবছর এখনও পূরণ হয়নি। কিন্তু তারই মধ্যে এনডিএ (nda) শিবিরের সমর্থন হ্রাসের তথ্য উঠে এসেছে ইন্ডিয়া টুডের (india today) মুড অফ দ্য নেশন সমীক্ষায়। সেখানে বলা হয়েছে এখনই ভোট হলে এনডিএ পেতে পারে ৪

  • |
Google Oneindia Bengali News

দেশে সাধারণ নির্বাচন হয়েছে, দুবছর এখনও পূরণ হয়নি। কিন্তু তারই মধ্যে এনডিএ (nda) শিবিরের সমর্থন হ্রাসের তথ্য উঠে এসেছে ইন্ডিয়া টুডের (india today) মুড অফ দ্য নেশন সমীক্ষায়। সেখানে বলা হয়েছে এখনই ভোট হলে এনডিএ পেতে পারে ৪৩ শতাংশ ভোট। যা কিনা ২০১৯-এর থেকে কিছুটা কম।

বান্ধবীর জন্য গেরুয়া শিবিরকে দিয়েছিলেন 'হুঁশিয়ারি'! বিজেপিতে যোগদানের পর দ্বিতীয়বারের জন্য ক্ষমা চাইলেন শোভনবান্ধবীর জন্য গেরুয়া শিবিরকে দিয়েছিলেন 'হুঁশিয়ারি'! বিজেপিতে যোগদানের পর দ্বিতীয়বারের জন্য ক্ষমা চাইলেন শোভন

এখনও সাধারণ নির্বাচন হলে কত আসন এনডিএ-র

এখনও সাধারণ নির্বাচন হলে কত আসন এনডিএ-র

সমীক্ষায় বলা হয়েছে যদি এখনই দেশে সাধারণ নির্বাচন হয়, তাহলে এনডিএ লোকসভায় পেতে পারে ৩২১ টি আসন। অন্যদিকে ইউপিএ পেতে পারে ৯৩ টি আসন। এছাড়াও অন্যরা পেতে পারে ১২৯ টি আসন। ভোটের শতাংশের নিরিখে এনডিএ পেতে পারে ৪৩ শতাংশ ভোট, ইউপিএ ২৭ শতাংশ ভোট আর অন্যরা ৩০ শতাংশ ভোট।

২০১৯-এ নির্বাচনের পর পরিস্থিতি

২০১৯-এ নির্বাচনের পর পরিস্থিতি

২০১৯-এর লোকসভা নির্বাচনের পর বিজেপি ৩০৩ টি আসন দখল করে। আর এনডিএ-র আসন সংখ্যা দাঁড়ায় ৩৫৩-তে। ভোটের শতাংশের নিরিখে এনডিএ-র ভোটের পরিমাণ ছিল ৪৫.৪৩%। এর মধ্যে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩৭. ৩৬%। যদিও এর পরবর্তী সময়ে অকালি দল সহ একাধিক শরিক এনডিএ ছেড়ে গিয়েছে।
২০১৯-এর নির্বাচনে ইউপিএ পেয়েছিল ৯২ টি আসন। এর মধ্যে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৫২ টি। আর অন্যরা পেয়েছিল ৯৭ টি আসন।

২০১৪-র নির্বাচনের পর পরিস্থিতি

২০১৪-র নির্বাচনের পর পরিস্থিতি

২০১৪-র নির্বাচনের পর বিজেপি ২৮১ টি আসন দখল করেছিল। আর এনডিএ-র ছিল ৩৫৪ টি আসন। অন্যদিকে কংগ্রেসের ছিল ৪৪ টি আসন। আর ইউপিএ পেয়েছিল ৬৬ টি আসন। অন্যদের দখলে ছিল ১০৭ টি আসন।

মোদীর কর্মক্ষমতায় খুশি বেশিরভাগ মানুষ

মোদীর কর্মক্ষমতায় খুশি বেশিরভাগ মানুষ

এই সমীক্ষায় উঠে এসেছে মোদীর কর্মক্ষমতায় খুশি এদেশের ৭৪ শতাংশ মানুষ। এর মধ্যে ৪৪ শতাংশ বলছেন, মোদী ভাল কাজ করেছেন। ৩০ শতাংশ বলছেন, খুব ভালো কাজ করেছেন। ১৭ শতাংশ বলছেন মোটামুটি কাজ করেছেন মোদী। আর ৬ শতাংশ বলেছেন খুব খারাপ কাজ করেছেন মোদী।

যেভাবে করা হয়েছে এই সমীক্ষা

যেভাবে করা হয়েছে এই সমীক্ষা

ইন্ডিয়া টুডের হয়ে এই সমীক্ষার কাজ করেছে কার্ভি ইনসাইটস। এটা একটা মার্কেট রিসার্চ এজেন্সি। এই জনমত সমীক্ষা করা হয়েছে ৩ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি মধ্যে। সারা দেশে ১২২৩২ জনের মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৭ শতাংশ মানুষ গ্রামে বাস করেন আর ৩৩ শতাংশ শহরে বাস করেন। যাঁরা ছড়িয়ে রয়েছেন দেশের ৯৭ টি সংসদীয় কেন্দ্রে আর ১৯ টি রাজ্যের ১৯৪ টি বিধানসভা কেন্দ্রে।

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও হয়েছিল সমীক্ষা

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও হয়েছিল সমীক্ষা

২০১৮ সালের অগাস্টেও এই ধরনের সমীক্ষা করেছিল ইন্ডিয়া টুডে এবং কার্ভি ইনসাইট। সেখানে আভাস দেওয়া হয়েছিল এনডিএ ২৮১ টি আসন পেতে পারে, অন্যরা পেতে পারে ১৪০ টি আসন।
পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসেছিল নরেন্দ্র মোদীর নামই।

English summary
India Today mood of the nation says, NDA likely to win 321 seats if poll helds today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X