For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলাঙ্গানায় কার দিকে পাল্লা ভারী, কী বলছে ইন্ডিয়া টুডে সমীক্ষা

কে হবেন তেলাঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী? এই প্রশ্নে ৪৩ শতাংশ সমর্থন পেয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

  • |
Google Oneindia Bengali News

কে হবেন তেলাঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী? এই প্রশ্নে ৪৩ শতাংশ সমর্থন পেয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তারপরে রয়েছেন কংগ্রেসের উত্তম কুমার রেড্ডি। তিনি ১৮ শতাংশ ও বিজেপির জি কিষণ রেড্ডি ১৫ শতাংশ সমর্থন পেয়েছেন। তারপরে টিজেএসের এম কোদান্দরম পেয়েছেন ৬ শতাংশ সমর্থন। এছাড়া আসাউদ্দিন ওয়েইসিও ৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

তেলাঙ্গানায় কার দিকে পাল্লা ভারী, কী বলছে ইন্ডিয়া টুডে সমীক্ষা

সরকারের পারফরম্যান্স কেমন? এই প্রশ্নে ৪৮ শতাংশ মানুষ কেসিআর সরকারকে ভালো বলেছেন। মাঝারি বলেছেন ১৬ শতাংশ মানুষ। এবং ২৬ শতাংশ মানুষ কেসিআর সরকারের হয়ে ভোট করবেন না।

অর্থাত বোঝা যাচ্ছে, জনপ্রিয়তা হারালেও চন্দ্রশেখর রাওকে টক্কর দেওয়ার মতো প্রতিদ্বন্দ্বী এখনও কেউ সামনে আসেননি। বিরোধীরা একজোট হয়ে এগিয়ে এলে তা কতটা কার্যকর হবে তা সময়ই বলবে।

ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়া পোল বিভিন্ন আসনে ফোনে ফোনে নেওয়া হয়েছে। মোট ৭ হাজার ১১০ জনের মতামত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

তেলাঙ্গানায় সবচেয়ে বড় সমস্যা শৌচালয়, বেকারত্ব, কৃষিক্ষেত্রে মূল্যবৃদ্ধি হওয়া। আর সেই সমস্যা সামাল দিতেই সরকার নানা সময়ে হিমশিম খাচ্ছে।

[আরও পড়ুন:লক্ষ্য মমতার রাজ্যে ২০১৯-এর নির্বাচন! বিজেপির কাজ কীভাবে, ঠিক করে দিলেন অমিত শাহ][আরও পড়ুন:লক্ষ্য মমতার রাজ্যে ২০১৯-এর নির্বাচন! বিজেপির কাজ কীভাবে, ঠিক করে দিলেন অমিত শাহ]

১১৯ আসনের তেলাঙ্গানা বিধানসভা এই মাসের ৬ সেপ্টেম্বর ভেঙে দেন টিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও। এবার সেখানে নতুন করে ভোটাভুটি হবে। এর মধ্যে ৮১জন টিআরএস, ১৭জন কংগ্রেস, ৭জন এআইএমআইএম ও ৫জন বিজেপি বিধায়ক রয়েছেন।

[আরও পড়ুন: আরও মহার্ঘ জ্বালানি তেল! মোকাবিলায় ৫ সূত্র মোদী সরকারের][আরও পড়ুন: আরও মহার্ঘ জ্বালানি তেল! মোকাবিলায় ৫ সূত্র মোদী সরকারের]

অন্ধ্রপ্রদেশ ভাঙার পরে ২০১৪ সালের ভোটে জিতে প্রথমবার তেলাঙ্গানায় সরকার গঠন করেন কেসিআর। সেই সরকারই ভেঙে নতুন করে ভোটযুদ্ধের ডাক দিয়েছেন তিনি।

[আরও পড়ুন:সামাজিক এই পরিবর্তন নতুন চ্যালেঞ্জ! দেশে যুদ্ধ বিমান দুর্ঘটনার কারণ জানিয়ে বিস্ফোরক বায়ুসেনা প্রধান][আরও পড়ুন:সামাজিক এই পরিবর্তন নতুন চ্যালেঞ্জ! দেশে যুদ্ধ বিমান দুর্ঘটনার কারণ জানিয়ে বিস্ফোরক বায়ুসেনা প্রধান]

English summary
India Today Axis Survey : KCR leads in Telangana polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X