For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাকাশে চর উপগ্রহ সহ ১০ টি উপগ্রহ পাঠাবে ভারত

ফের মহাকাশ অভিযানে ভারত। এবার চর উপগ্রহ এবং আরও ৯টি উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ভারত।

Google Oneindia Bengali News

ফের মহাকাশ অভিযানে ভারত। এবার চর উপগ্রহ এবং আরও ৯টি উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ভারত। বিকেল চারটে চল্লিশ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি৪৮ রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেবে এই ১০টি উপগ্রহ। ৬২৮ কেজি ওজনের এই চর উপগ্রহ পৃথিবীর কক্ষপথ থেকে

চর উপগ্রহ

চর উপগ্রহ

মহাকাশে এবার চর উপগ্রহ পাঠাতে চলেছে ভারত। আরআইস্যাট-টুবিআরওয়ান নামের এই চর উপগ্রহ ৫৭৬ কিলোমিটার দূরে পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে। যার মেয়াদ পাঁচ বছরের। ৬২৮ কেজি ওজনের উপগ্রহটি পৃথিবীর কক্ষ পথে থেকে নজরদারি চালাবে

বিদেশি উপগ্রহ পাঠাচ্ছে ইসরো

বিদেশি উপগ্রহ পাঠাচ্ছে ইসরো

এই ৯টি উপগ্রহের মধ্যে বেশ কয়েকটি অন্যদেশের উপগ্রহও রয়েছে। যেমন আমরিকার মালটি মিশন লুনার-ফোর স্যাটালাইট, তাইভক-০১২৯ এবং পৃথিবীর ছবি তোলার জন্য ওয়ান হপস্যাট উপগ্রহ রয়েছে। এছাড়া ইজরায়েলের রিমোর্ট সেন্সিং ডুচিফ্যাট-থ্রি। ইতালির তাইভক-০০৯২। জাপানের পৃথিবীর ছবি তোলার কিউপিএস-এসএআর উপগ্রহ পাঠানো হচ্ছে।

১৬ মিনিটের অভিযান

১৬ মিনিটের অভিযান

পিএসএলভি-কিউএল ভরিয়ান্তে করে এই ১০টি উপগ্রহ পাড়ি দেবে মহাকাশে। এই পিএসএলভিতে রয়েছে চারটে মোটর। এই নিয়ে দ্বিতীয়বার রকেট ভরিয়ান্ত পাড়ি দিচ্ছে মহাকাশে। ১৬ মিটিটের উৎক্ষেপন প্রক্রিয়ায় প্রথমে ভারতের চর উপগ্রহকে কক্ষপথে অবস্থান করাবে পিএসএলভি। তারপরে বাকি উপগ্রহগুলিকে প্রতিস্থাপন করা হবে। ২১ মিনিটের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

English summary
India to launch spy satellit today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X