For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের জের, ভারতে লাগু হতে চলেছে মহামারী আইন! জেনে নিন বিস্তারিত

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে ক্রমেই গোটা বিশ্বের মতো আতঙ্ক ছড়াচ্ছে ভারতেও। এপর্যন্ত গোটা বিশ্বে ১ লক্ষ ২৬ হাজার ৬৫৬ জন আক্রান্ত করোনায়। মৃতের সংখ্যা ৪৬৪০ জন। এদিকে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই মুহূর্তে দেশে ৭৩ জন আক্রান্ত। অন্যদিক, একাধিক মানুষকে ঘিরে সন্দেহ দানা বাঁধছে। এমন পরিস্থিতিতে করোনা আক্রমণ বিশ্বে মহামারী আকার ধারন করছে বলে দাবি হু-এর।

কেরলে এখনও পর্যন্ত ১৪ জন আক্রান্ত করোনায়

কেরলে এখনও পর্যন্ত ১৪ জন আক্রান্ত করোনায়

দেশে এই ভাইরাস নিয়ে সব থেকে বেশি আশঙ্কা দেখা যাচ্ছে কেরল ও দিল্লিতে। কেরলে ১৪ জনের দেহে মিলেছে এই ভাইরাসের নমুনা। অন্যদিকে, করোনা সন্দেহে অন্ধ্র, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লিতে একাধিক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রমাগত বাড়ছে আশঙ্কা।

ভিসা প্রদানে স্থগিতাদেশ জারি কেন্দ্রের

ভিসা প্রদানে স্থগিতাদেশ জারি কেন্দ্রের

এরই মাঝে বুধবার কেন্দ্র বিবৃতি দিয়ে জানায়, ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা প্রদানে স্থগিতাদেশ জারি করা হচ্ছে। কূটনীতিক, রাষ্ট্রসঙ্ঘ-সহ গুরুত্বপূর্ণ সংস্থা ছাড়া বাকি সবার ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে ভারতের সব সীমান্তও। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে ভারতে লাগু হতে চলেছে মহামারী রোগ আইন, ১৮৯৭।

কী এই মহামারী আইন?

কী এই মহামারী আইন?

বুধবার ক্যাবিনেট সচিবদের একটি বৈঠক হয়। সেখানেই স্থির করা হয়ে যে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১৮৯৭ সালের মহামারী সম্পর্কিত আইনের ২ নম্বর ধারা প্রয়োগ করা হবে যাতে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশাবলী কার্যকর করা যায়। উল্লেখ্য, ১৮৯০-এ পূর্বতন বোম্বে প্রেসিডেন্সিতে বিউবোনিক প্লেগের মহামারী আটকাতে এই আইন প্রবর্তন করেছিল তৎকালীন ঔপনিবেশিক সরকার। এই আইনের দ্বিতীয় ধারায় রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে রোগ ছড়িয়ে পড়া আটকাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ ও বিধি তৈরির অধিকার দেওয়া হয়েছে।

প্যান্ডেমিক এর চেহারা নিয়েছে করোনা ভাইরাস

প্যান্ডেমিক এর চেহারা নিয়েছে করোনা ভাইরাস

মহারাষ্ট্র এবং জম্মু ও কাশ্মীরের ১,১০০ জন তীর্থযাত্রী ও ৩০০ পড়ুয়া সহ প্রায় ৬,০০০ ভারতীয় আটকে রয়েছেন ইরানে। এই মুহূর্তে করোনা-আক্রান্ত দেশের তালিকায় উপরেই রয়েছে ইরানের নাম। এছাড়া বিশ্বের ১১৭টি দেশে এই রোগ নিজের থাবা বিস্তার করেছে। এরপর হু জানিয়ে দিয়েছে এটি শুধুমাত্র আর 'এন্ডেমিক' বা মহামারীতে আটকে নেই, এটি এই মুহূর্তে 'প্যান্ডেমিক' এর চেহারা নিয়েছে করোনা ভাইরাস।

English summary
India to implement the provision of Epidemic Disease Act, 1897 in row of Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X